হোম > অপরাধ > ঢাকা

শ্রীপুরে কারখানার পরিচ্ছন্নতা কর্মীকে ধর্ষণের চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার এক পরিচ্ছন্নতা কর্মীর কাছ সাদা কাগজে সাক্ষর নেওয়ার অভিযোগে আরেক কর্মীকে চাকরিচ্যুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, এরই জেরে ওই পরিচ্ছন্নতা কর্মীকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করেন ওই কারখানার কয়েকজন। আজ সোমবার (২৬ ডিসেম্বর) শ্রীপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।

এর আগে গত সোমবার (১৯ ডিসেম্বর) শ্রীপুর পৌরসভার আমান গ্রুপের আমান টেক্সটাইলের বহুতল ভবনের ছাদে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী পরিচ্ছন্নতা কর্মীর (২৮) বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়। তিনি শ্রীপুরে একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় আমান টেক্সটাইলের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। 

অন্যদিকে অভিযুক্তরা হলেন, একই কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা টিপু মিয়া (৩০), মিজানুর রহমান (৪০), পরিচ্ছন্নতা কর্মী প্রেম (৪৫), চেকার রুনা (২৮) ও রাবেয়া (৩৫)। 

ভুক্তভোগী নারী পরিচ্ছন্নতা কর্মী আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১ ডিসেম্বর আমি শারীরিকভাবে অসুস্থ হলে, কারখানার মেডিকেল অফিসার আমাকে এক সপ্তাহের ছুটি দেন। এরপর আমি সুস্থ হয়ে গত ৭ ডিসেম্বর কারখানায় গেলে অভিযুক্তরা আমাকে নতুন ভবনে ছাদে নিয়ে আমার কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে সাক্ষর দিতে বলে। আমি সাক্ষর না দেওয়ায় অভিযুক্তরা আমাকে মারধর করে। এরপর বিষয়টি আমি কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে অভিযুক্ত চেকার রাবেয়াকে চাকরিচ্যুত করা হয়।

এরই জেরে গত ১৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে কারখানার বহুতল ভবনের ছাদে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য ডেকে নিয়ে অভিযুক্তরা আমার পরিহিত জামাকাপড় খুলে আমাকে ধর্ষণের চেষ্টা করে। এরপর আমি ডাক চিৎকার করলে সহকর্মীরা আমাকে উদ্ধার করে। ভয়ভীতি দেওয়ার কারণে আমি অভিযোগ দিতে সাহস পাইনি।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে জন্য একজন পুলিশ অফিসারকে সোমবার পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইগত পদক্ষেপ নেওয়া হবে।’ 

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১