হোম > অপরাধ > ঢাকা

৪৮ ঘণ্টায় হত্যা মামলার চার্জশিট

প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গৃহবধূ হত্যা মামলার ৪৮ ঘণ্টার মধ্যে চার্জশিট প্রদান করেছে হরিরামপুর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় এই চার্জশিট প্রদান করে পুলিশ। 

নিহত গৃহবধূর নাম নাজমা বেগম (৪০) এবং তিনি বাল্লা ইউনিয়নের ইমলাম সরদারের স্ত্রী। এই হত্যা মামলার আসামি মো. রফিক মিয়া (৪২) এবং তিনি একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সকালে উপজেলার বাল্লা ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে নাজমা বেগমকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন একই এলাকার মো. রফিক মিয়া। খরর পেয়ে নাজমা বেগমের ছেলে ও স্বামী ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এরপর ঘটনার দিনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

নিহতের ছেলে মো. জনি মিয়া (১৯) হরিরামপুর থানায় মামলা (মামলা নম্বর-০১, ধারা-৩০২) দায়ের করেন। উক্ত মামলার পরিপ্রেক্ষিতে ওই দিনই মামলা রুজু করা হয়। এরপর আসামিকে জেলার শিবালয় থানাধীন ফেচুয়াধারা বাজার থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

পুলিশ জানায়, উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর এলাকায় গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিকে ওই দিন গ্রেপ্তার করা হয়। হরিরামপুরে কোনো হত্যাকাণ্ডের ঘটনায় এটিই দ্রুততম চার্জশিট বলে জানিয়েছে পুলিশ। 

হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরপরই অভিযুক্ত রফিককে একমাত্র আসামি করে পুলিশ ৪৮ ঘণ্টার মধ্যে চার্জশিট প্রদান করেছে। 

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ফয়সালের সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে গেছি, এতটুকুই—আদালতে কবির

আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করলেন জবি শিক্ষার্থীরা

জুলাই রেবেলসের দুজনকে কুপিয়ে আহতের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেপ্তার ৩

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের নৌ র‍্যালি

সিঙ্গাপুরে হাদির অবস্থার অবনতির পর স্থিতিশীল: ইনকিলাব মঞ্চ