হোম > অপরাধ > ঢাকা

৪৮ ঘণ্টায় হত্যা মামলার চার্জশিট

প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গৃহবধূ হত্যা মামলার ৪৮ ঘণ্টার মধ্যে চার্জশিট প্রদান করেছে হরিরামপুর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় এই চার্জশিট প্রদান করে পুলিশ। 

নিহত গৃহবধূর নাম নাজমা বেগম (৪০) এবং তিনি বাল্লা ইউনিয়নের ইমলাম সরদারের স্ত্রী। এই হত্যা মামলার আসামি মো. রফিক মিয়া (৪২) এবং তিনি একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সকালে উপজেলার বাল্লা ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে নাজমা বেগমকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন একই এলাকার মো. রফিক মিয়া। খরর পেয়ে নাজমা বেগমের ছেলে ও স্বামী ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এরপর ঘটনার দিনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

নিহতের ছেলে মো. জনি মিয়া (১৯) হরিরামপুর থানায় মামলা (মামলা নম্বর-০১, ধারা-৩০২) দায়ের করেন। উক্ত মামলার পরিপ্রেক্ষিতে ওই দিনই মামলা রুজু করা হয়। এরপর আসামিকে জেলার শিবালয় থানাধীন ফেচুয়াধারা বাজার থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

পুলিশ জানায়, উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর এলাকায় গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামিকে ওই দিন গ্রেপ্তার করা হয়। হরিরামপুরে কোনো হত্যাকাণ্ডের ঘটনায় এটিই দ্রুততম চার্জশিট বলে জানিয়েছে পুলিশ। 

হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরপরই অভিযুক্ত রফিককে একমাত্র আসামি করে পুলিশ ৪৮ ঘণ্টার মধ্যে চার্জশিট প্রদান করেছে। 

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে