হোম > অপরাধ > ঢাকা

কেরানীগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি, কেরানীগঞ্জ (ঢাকা)

ঢাকার কেরানীগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ মো. বাগদাদ হোসেন (৩৮) ও মো. তাহেদুল ইসলাম (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। গতকাল শুক্রবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নতুন রাস্তা ঢাকা ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার দুপুরে র‍্যাব-১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব-১০ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে সেখান থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৬০০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ০২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাঁরা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জের আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করত বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। 

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি