হোম > অপরাধ > ঢাকা

কেরানীগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি, কেরানীগঞ্জ (ঢাকা)

ঢাকার কেরানীগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ মো. বাগদাদ হোসেন (৩৮) ও মো. তাহেদুল ইসলাম (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। গতকাল শুক্রবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নতুন রাস্তা ঢাকা ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার দুপুরে র‍্যাব-১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব-১০ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে সেখান থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৬০০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ০২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাঁরা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জের আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করত বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। 

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি