হোম > অপরাধ > ঢাকা

পরীমণির কস্টিউম ডিজাইনার জিমি আটক

নিজস্ব প্রতিবেদক

অভিনেত্রী পরীমণির কস্টিউম ডিজাইনার জিমিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

আজ শুক্রবার রাতে রাজধানীর গুলশান থেকে তাঁকে আটক করা হয়। 

আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) হাফিজ আক্তার জানান, জিমিকে গুলশান থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র‍্যাব। এরপর বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়। পরে অভিনেত্রী পরীমণিকে চার দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দেন আদালত। তাঁর বিরুদ্ধে মামলাটি আজ শুক্রবার ডিবিতে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে আজ সন্ধ্যার দিকে পান্থপথ এলাকা থেকে নির্মাতা চয়নিকা চৌধুরীকে হেফাজতে নিয়েছে ডিবি। চয়নিকার পরিচালনায় ‘বিশ্ব সুন্দরী’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। সম্পতি তাঁদের একটি ওয়েব সিরিজ নির্মাণের প্রস্তুতি চলছিল।

গত জুনের শুরুর দিকে ঢাকা বোট ক্লাবের ঘটনায় জিমির নামও সামনে আসে। বনানীতে পরীমণির বাড়িতে সাংবাদিকদের সামনে আসেন জিমি। তিনি প্রায় ছয় বছর ধরে পরীমণির সঙ্গে কাজ করছেন বলে জানান। ওই ঘটনায় সাভার থানায় করা ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলায় পরীমণি এজাহারে বলেন, ৮ জুন রাতে পরিকল্পিতভাবে তাঁকে বোট ক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে ব্যবসায়ী নাসির মাহমুদ তাঁকে ‘ধর্ষণের চেষ্টা’ করেন। বাধা দিতে গিয়ে মারধরের শিকার হন জিমি। 

পরে প্রকাশিত সিসি ক্যামেরার ফুটেজে জিমিকে ক্লাবের ভেতর থেকে পরীমণিকে কোলে করে নিয়ে বের হতে দেখা যায়।

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত