হোম > অপরাধ > ঢাকা

ফতুল্লায় ‘রাস্তা থেকে তুলে ইটভাটায়’ নিয়ে গৃহবধূকে ধর্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তা থেকে তুলে ইটভাটায় নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতের এই ঘটনায় আজ মঙ্গলবার ভুক্তভোগী নারী মামলাটি করেন।

গতকাল সোমবার রাতে ফতুল্লার বক্তাবলী হাজীপাড়া এলাকায় একতা ইটভাটায় এই ধর্ষণের ঘটনা ঘটে। মামলায় একজনের বিরুদ্ধে ধর্ষণ এবং চারজনকে সহযোগী উল্লেখ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

মামলার প্রধান আসামি কবির হোসেন (৩২)। অন্যরা হলেন- দেলোয়ার হোসেন (৩৫), মঞ্জু মিয়া (৩২), আলমগীর হোসেন (৩৮) ও জালাল মিয়া (৪৫)। 

এজাহারে বলা হয়, সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী বক্তাবলী থেকে শহরের বাবুরাইলের দিকে ফিরছিলেন। পথে একতা ইটভাটার সামনে গেলে আসামিরা তাঁর মুখ চেপে ইটভাটার পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। বাকি আসামিরা পাহারা দেন। ধর্ষণের পর বাদীর সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে হত্যার হুমকি দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সোমবার রাতে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক