নড়িয়ায় পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে এক জেলেকে এক বছর এবং ১৪ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান জেলেদের কারাদণ্ড দেন।
জানা যায়, অভিযানের সময় ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও আট কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে মাছগুলো একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।