হোম > অপরাধ > ঢাকা

চবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় এমএসএফের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক দোস্ত মোহাম্মদকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্যরা মারধর করে গুরুতর আহত ও লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি। 

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল। 

সংবাদ সূত্রের উদ্ধৃতি দিয়ে অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, চা খাওয়া ও চেয়ারে বসাকে কেন্দ্র করে ১৯ জুন রাতে রেলস্টেশন এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা খালেদা মাসুদ ও আরাফাত রায়হানসহ ১০ থেকে ১২ জন; বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য দোস্ত মোহাম্মদকে বেধড়ক পিটিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক শুভাশীষ চৌধুরী জানান, তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এক দিনের মধ্যে বমি হলে সিটিস্ক্যান করাতে হবে। এ ছাড়া রোগীর কিডনিতে সমস্যা ছিল বলে জানতে পেরেছেন। ধারণা করা হচ্ছে, তিনি পেটে গুরুতর আঘাত পেয়েছেন। 

বিবৃতিতে তিনি আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা, আক্রমণ, নির্যাতন একটি নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। যা মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসীদের মধ্যে ভয় ও উদ্বেগ সৃষ্টি করে চলেছে। সাংবাদিকদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ