হোম > অপরাধ > ঢাকা

জেলা জজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পুনঃতদন্তের আবেদন হাইকোর্টে খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার সেটেলমেন্ট কোর্টের বিচারক (জেলা জজ) জুয়েল রানার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের পুনঃতদন্ত চেয়ে করা আবেদন হাইকোর্টে খারিজ হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি মাসুদ হোসেন দোলনের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য। ভুক্তভোগী নারীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ আতিয়ার রহমান। 

আদালত সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের তখনকার বিচারক (জেলা জজ) জুয়েল রানার বিরুদ্ধে ২০১৮ সালের ২৩ জুলাই ওই নারী মামলা করেন। ওই বছরের ২৪ জুলাই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ঢাকার মুখ্য মহানগর হাকিমকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা নেই মর্মে প্রতিবেদন দেওয়া হয়। এরপর একই বছরের ২২ নভেম্বর নারীর করা ধর্ষণের অভিযোগ খারিজ করে দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 

এদিকে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রায়ের পর ২০১৯ সালে ভুক্তভোগী নারী হাইকোর্টে আপিল করেন। এতে অভিযোগের পুনঃতদন্ত অথবা অভিযোগ আমলে নেওয়ার নির্দেশনা চাওয়া হয়। চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার (৮ জুন) তা খারিজ করে দেন হাইকোর্ট।

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন