হোম > অপরাধ > ঢাকা

জেলা জজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পুনঃতদন্তের আবেদন হাইকোর্টে খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার সেটেলমেন্ট কোর্টের বিচারক (জেলা জজ) জুয়েল রানার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের পুনঃতদন্ত চেয়ে করা আবেদন হাইকোর্টে খারিজ হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি মাসুদ হোসেন দোলনের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য। ভুক্তভোগী নারীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ আতিয়ার রহমান। 

আদালত সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের তখনকার বিচারক (জেলা জজ) জুয়েল রানার বিরুদ্ধে ২০১৮ সালের ২৩ জুলাই ওই নারী মামলা করেন। ওই বছরের ২৪ জুলাই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ঢাকার মুখ্য মহানগর হাকিমকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা নেই মর্মে প্রতিবেদন দেওয়া হয়। এরপর একই বছরের ২২ নভেম্বর নারীর করা ধর্ষণের অভিযোগ খারিজ করে দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 

এদিকে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রায়ের পর ২০১৯ সালে ভুক্তভোগী নারী হাইকোর্টে আপিল করেন। এতে অভিযোগের পুনঃতদন্ত অথবা অভিযোগ আমলে নেওয়ার নির্দেশনা চাওয়া হয়। চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার (৮ জুন) তা খারিজ করে দেন হাইকোর্ট।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ