ঢাকার সেটেলমেন্ট কোর্টের বিচারক (জেলা জজ) জুয়েল রানার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের পুনঃতদন্ত চেয়ে করা আবেদন হাইকোর্টে খারিজ হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি মাসুদ হোসেন দোলনের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য। ভুক্তভোগী নারীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ আতিয়ার রহমান।
আদালত সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের তখনকার বিচারক (জেলা জজ) জুয়েল রানার বিরুদ্ধে ২০১৮ সালের ২৩ জুলাই ওই নারী মামলা করেন। ওই বছরের ২৪ জুলাই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ঢাকার মুখ্য মহানগর হাকিমকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতা নেই মর্মে প্রতিবেদন দেওয়া হয়। এরপর একই বছরের ২২ নভেম্বর নারীর করা ধর্ষণের অভিযোগ খারিজ করে দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
এদিকে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রায়ের পর ২০১৯ সালে ভুক্তভোগী নারী হাইকোর্টে আপিল করেন। এতে অভিযোগের পুনঃতদন্ত অথবা অভিযোগ আমলে নেওয়ার নির্দেশনা চাওয়া হয়। চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার (৮ জুন) তা খারিজ করে দেন হাইকোর্ট।