চলতি বছর ৪৪ হজযাত্রীর হজের টাকা আত্মসাৎকারী সেই অহিদুল আলম ভূইয়াকে গ্রেপ্তার করেছ র্যাব। আজ সোমবার র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম এই তথ্য জানান।
শিহাব করিম বলেন, ‘রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে র্যাব ২ ও ৯ ব্যাটালিয়নের সদস্যরা যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁর গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী। তিনি কুড়িলের সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক। তাঁর ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলাম একসঙ্গে মিলে ৪৪ হজযাত্রীর ৩ কোটি টাকা আত্মসাৎ করেন। এই ঘটনায় সিলেটসহ দেশের বিভিন্ন থানায় পাঁচটি মামলা হয়। তাঁরা আত্মগোপনে চলে যান।
গ্রেপ্তার অহিদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেছেন বলেও জানান র্যাব।