হোম > অপরাধ > ঢাকা

মেট্রো শপিংমল থেকে ১০ মিনিটে দুই কোটি টাকার ডায়মন্ডের গয়না চুরি  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডিতে মেট্রো শপিংমলে একটি ডায়মন্ডের দোকানে চুরির ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ১০টার পরে এই ঘটনা ঘটে। আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।
 
পারভেজ ইসলাম বলেন, মেট্রো শপিং মলেরে চার তলায় ট্রাস্ট ডায়মন্ড নামে একটি প্রতিষ্ঠানের তালা ভেঙে ডায়মন্ডের বিভিন্ন গয়না চুরির ঘটনা ঘটে। এই ঘটনার পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। 

পারভেজ ইসলাম আরো বলেন, মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজে দেখা গেছে, পাঁচজনের একটি দল সকাল ১০টা ৮ মিনিটে দুটি তালা কেটে দোকানে প্রবেশ করে। এর ১০ মিনিটের মাথায় তারা বের হয়ে যায়। এই ১০ মিনিটে তারা কয়েক কোটি টাকার মালামাল নিয়ে গেছে। তবে দলে আরও কতজন ছিল সে বিষয় জানতে কাজ চলছে। 

ট্রাস্ট ডায়মন্ডের মালিকের বরাত দিয়ে ওসি পারভেজ বলেন, দোকানের মালিকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ট্রাস্ট ডায়মন্ডের মালিক পক্ষ মেট্রো শপিং মলের নিচ তলায় নতুন শো রুমের কাজ করছে। তাই চার তলার একটি দোকান ভাড়া নিয়ে এমনি সাধারণ ভাবে মালামাল রেখেছিল। কোনো লকার ছিল না। দোকানটিতে মাত্র দুটি তালা লাগানো ছিল। ভুক্তভোগীরা এখনো হিসাব করছে। তবে প্রাথমিকভাবে তাদের দাবি অন্তত দুই কোটি টাকার ডায়মন্ডের গয়না নিয়ে গেছে। 

এই ঘটনায় পুলিশর অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, ডিবিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা পরিদর্শন করেছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক