হোম > অপরাধ > ঢাকা

রাজধানীতে সৎ বাবার মারধরে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কদমতলির নামা শ্যামপুরে একটি বাসায় সৎ বাবার মারধরে আব্দুল্লাহ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। অভিযুক্ত রাজু মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ। 

আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে কদমতলি থানা পুলিশ নামা শ্যামপুরের বাসা থেকে শিশুর মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) অনিক গোপ বলেন, ‘বিকেলে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি নামা শ্যামপুর কফি মসজিদের পাশের একটি টিনশেড বাসায় এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই বাসায় গিয়ে শিশুর মৃতদেহ দেখতে পাই।’ 

শিশুটির মা কলি বেগমের বরাত দিয়ে এসআই অনিক জানান, শিশু আব্দুল্লাহর সৎ বাবা রাজু ভোর ৬টার দিকে শিশুটিকে মারধর করে। থাপ্পড় দিয়ে খাট থেকে ফেলে দেয়। প্রায় তাৎক্ষণিকভাবে শিশুটির মৃত্যু হয়। পরে ভয়ে কাউকে কিছু না জানিয়ে বাজার থেকে কাফনের কাপড় এনে শিশুটিকে দাফন করার চেষ্টা করে। 

এসআই অনিক বলেন, ‘খবর পেয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করি এবং সৎ বাবা রাজু মিয়াকে (২৬) আটক করা হয়। শিশুটির মুখমণ্ডলের কয়েক জায়গায় নীল হয়ে গেছে। জখম রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ 

এসআই জানান, আব্দুল্লাহর বাবা রুবেল ছেড়ে যাওয়ার পর দুই বছর আগে রাজুকে বিয়ে করেন তার মা কলি বেগম।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত