রাজধানীর বাটা সিগন্যাল এলাকায় মাদক কারবারি ধরতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে নিউমার্কেট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নজরুল ইসলাম (৩৫) আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে বাটা সিগন্যাল এলাকায় এই ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় গতকাল রাতে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয় মো. নজরুল ইসলামকে। সেখান থেকে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তিনি। ঢামেক থেকে চিকিৎসা নিয়ে চলে যান তিনি।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির উদ্দিন সরকার বলেন, নিউমার্কেট বাটা সিগন্যাল এলাকায় মাদক কারবারি ধরতে যান নজরুল। সেখানে মাদক কারবারি সোহেলকে জাপটে ধরেন এএসআই নজরুল। তখন ওই সোহেলের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে নজরুলের বাঁ হাতে আঘাত করেন তিনি। এতে আহত হন নজরুল। তবে মাদক কারবারি সোহেলকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হন।
এসআই আরও জানান, আহত অবস্থায় নজরুলকে প্রথমে পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ মঙ্গলবার দুপুরের দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে নজরুলকে ছেড়ে দেন চিকিৎসকেরা।