হোম > অপরাধ > ঢাকা

খুনের প্রতিশোধ নিতেই যুবলীগ নেতাকে গুলি, ধারণা পুলিশের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ছোটভাইকে হত্যার প্রতিশোধ নিতেই ঢাকা মহানগর দক্ষিণের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে গুলি করা হয়েছে। এমন ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী সুমি বাদী হয়ে সবুজবাগ থানায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা নয়জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ বলছে, এ ঘটনায় এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গতকাল শনিবার সন্ধ্যায় মহানগর দক্ষিণের ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে গুলি করে দুর্বৃত্তরা। খিলগাঁও ফ্লাইওভারের পাশে চায়না পার্ক রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। বুকে ও পেটে দুটি গুলি লাগে তাঁর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

ডিএমপির সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার রাশেদ হাসান আজকের পত্রিকাকে বলেন, আহত ব্যক্তির নামে একই থানাতে হত্যা মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে সেই হত্যার প্রতিশোধ নিতেই সাইফুলের ওপর হামলা হয়েছে। মামলা হয়েছে, আমরা আসামিদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছি। তবে গুলিটা কে করেছে, সে বিষয়টি পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।

মামলার বাদী সুমি এজাহারে উল্লেখ করেছেন, তাঁরা খিলগাঁও রেলগেট এলাকার বাসিন্দা। শনিবার উত্তর বাসাবো চায়না পার্ক রেস্টুরেন্টের পাশে শিকদার টেইলার্সে বসা ছিলেন তাঁর স্বামী। প্রথমে একজন এসে সাইফুলের সঙ্গে কথা বলে চলে যান। পাঁচ মিনিট পর লোকজন নিয়ে এসে কয়েকজন মিলে তাঁর ওপর গুলি চালানো হয়। তখন সেখানে ৯/১০ জনের মতো লোক ছিল। গুলি করার সময় রিপন নামের এক ব্যক্তিকে চিনতে পেরেছেন সাইফুল।

ভিকটিমের স্ত্রীর দাবি, বেশ কিছুদিন ধরে একই এলাকার রিপন, সুমন, উজ্জ্বলদের সঙ্গে সাইফুলের ঠিকাদারী ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চলছিল। রিপনেরই এক ছোট ভাই সন্ত্রাসী। বছরখানেক আগে তিনি মারা গেছেন। রিপনের ধারণা সাইফুল তাকে খুন করেছেন। এ ঘটনায় সাইফুলের বিরুদ্ধে একটি হত্যা মামলাও করেছেন রিপন। ফলে তাঁর বিশ্বাস, গুলিটা রিপনই করেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশবক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, আহত সাইফুলের ডান ও বুকের বাম পাশে দুটি গুলি বিদ্ধ হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তাঁর অবস্থা আগের চেয়ে ভালো।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন