হোম > অপরাধ > ঢাকা

কারখানার ভেতর নারী কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড়ে একটি কারখানার ভেতরে এক নারী কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আজ শনিবার দুপুরে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ফতুল্লা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এর আগে গত ৪ জুন সকালে ভুইগড় রঘুনাথপুর এলাকার ‘আলিফ গার্মেন্টস’ এ ঘটনা ঘটে। এই বিষয়ে প্রথমে কারখানা কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়ে সুরাহা না পাওয়ায় আজ শনিবার দুই আসামির বিরুদ্ধে এই মামলা করেন ভুক্তভোগী ওই নারী।

মামলায় উল্লেখ্য করা হয়, চলতি মাসে ভুক্তভোগী ওই কারখানায় যোগ দেন। দুদিন পর গত ৪ জুন সকালে কারখানায় গিয়ে দেখেন বিদ্যুৎ না থাকায় কারখানা বন্ধ। পরের সিঁড়ি দিয়ে নেমে আসার সময় মোল্লা নামে ওই গার্মেন্টসের আরেক শ্রমিক তাঁকে বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে আসবে।’ এই কথা শুনে ভুক্তভোগী অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে মোল্লা ও আরেক যুবক তরুণীর মুখ চেপে ধরে একটি রুমে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে এই ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয় ভুক্তভোগীকে।

ঘটনার পরদিন ভুক্তভোগী পুনরায় কাজে যোগ দেন। একই সঙ্গে বিষয়টি কারখানার মালিক কর্তৃপক্ষকে অবগত করা হয়। কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ না নেওয়ায় ভুক্তভোগী চাকরি ছেড়ে চলে আসেন। পরে ঘটনাটি তাঁর স্বামীকে খুলে বলেন। চাকরি ছেড়ে দেওয়ার খবর পেয়ে অভিযুক্ত মোল্লা ভুক্তভোগীর স্বামীর মোবাইলে ফোন দিয়ে ধর্ষণের বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেন।

সংঘবদ্ধ ধর্ষণের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ ফাঁড়ির পরিদর্শক বিপ্লব কুমার দত্ত বলেন, মামলা দায়ের করা হয়েছে। আমরা তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ একটি হাসপাতালে পাঠিয়েছি। অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ