মেট্রোরেলের টিকিটের ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকার প্রায় ৪০ কোটি টাকা রাজস্ব হারাবে।
আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, যেহেতু মেট্রোরেল ঢাকা শহরের মানুষের যাতায়াতের যুগান্তকারী ভূমিকা পালন করছে, সে কারণে এই ভ্যাট বা মূল্য সংযোজন কর প্রত্যাহার করা হয়েছে।
২০২৪ সালের ১ জুলাই মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট বসায় তৎকালীন সরকার। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করা হয়। পরের বছর পুরোদমে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন শুরু করে মেট্রোরেল। ঢাকার প্রায় আড়াই লাখ মানুষ প্রতিদিন এই নগর পরিবহনব্যবস্থা ব্যবহার করছেন।
ব্রিফিংয়ে প্রেস সচিব আরও জানান, আগামী ফেব্রুয়ারিতে রমজান মাস সামনে রেখে রোজাদারদের সুবিধার কথা বিবেচনা করে খেজুরের ওপর ট্যাক্স ৫২ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে ৪০ দশমিক ৭ শতাংশ করা হয়েছে।
শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের সভায় গতকাল পদত্যাগ করা দুই উপদেষ্টাকে নিয়ে ধন্যবাদ প্রস্তাব আনা হয়। প্রস্তাবটি পাঠ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে ২০১৮ থেকে ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণজাগরণে তাঁদের ভূমিকা তুলে ধরা হয়।
প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের সভায় তিনটি নতুন আইন উত্থাপন করা হয়। এর মধ্যে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ও রেজিস্ট্রেশন অর্ডিন্যান্স, অ্যামেন্ডমেন্ট ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।