রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিংমলের পাঁচ তলায় দুটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে শপিংমলের মোহনা জুয়েলার্স ও বেস্ট অ্যান্ড বেস্ট জুয়েল অ্যাভিনিউ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
এর মধ্যে মোহনা জুয়েলার্সের মালিক নির্মল কুমার গুপ্তের দাবি, তাঁর দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ ও নগদ সাত লাখ টাকা চুরি হয়েছে। আর নির্মলের ভাইয়ের দোকান থেকে ১০০ ভরির বেশি স্বর্ণ চুরি হয়েছে।
শনিবার দুপুরে আজকের পত্রিকাকে চুরির তথ্য নিশ্চিত করেছেন রমনা মডেল থানার ওসি মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত রাতে দোকান বন্ধ করে চলে যান প্রতিষ্ঠানের কর্মীরা। সকালে এসে দোকান খুলে তাঁরা চুরির বিষয়টি টের পান। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয় সংগ্রহের চেষ্টা করছি।
ওসি বলেন, কি পরিমাণ স্বর্ণালংকার চুরি হয়েছে, তা মালিকদের সঙ্গে কথা বলে তালিকা করা হচ্ছে। মালিকেরা এলে অভিযোগ দেওয়ার পরে মামলা নেওয়া হবে। এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আলামত সংগ্রহ করেছে।
এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের রমনা বিভাগের ডিসি বলেন, বাথরুমের দরজা দিয়ে চোর ভেতরে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চোর শনাক্ত করতে কাজ চলছে। এ ছাড়া মার্কেটের নিরাপত্তারও ঘাটতি ছিল।