হোম > অপরাধ > ঢাকা

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পথচারী নিহত 

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক পথচারী মারা গেছেন। আজ শুক্রবার রাত ১০টার দিকে সাভার বাসস্ট্যান্ডের অদূরে ল্যাব জোন হাসপাতালের সামনে পদচারী সেতুর ওপরে এ ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম আবু সাঈদ হিমেল (১৮)। 

তিনি সাভার পৌর এলাকার বিনোদ বাইদ মহল্লার কামাল হোসেনের ছেলে। হিমেল রাজধানীর নীলক্ষেতে একটি কম্পিউটারের দোকানে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতেন। 

সাভার থানার পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম ছুরিকাঘাতে হিমেলের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাভার ইসলামিয়া ডিজিটাল ল্যাব অ্যান্ড হসপিটালের কেয়ারটেকার সাইদুর রহমান বলেন, আজ শুক্রবার রাত সাড়ে দশটার দিকে চার ব্যক্তি হিমেলকে এনে তাঁদের হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ওপর ফেলে রেখে পালিয়ে যান। পড়ে দেখা যায় তিনি মৃত। বিষয়টি সাভার থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ তাঁদের হেফাজতে নেয়। 

হিমেলের বাবা কামাল হোসেন বলেন, ‘আমার ছেলে প্রতিদিন সকালে সাভারের বাসা থেকে কর্মস্থলে যেতো এবং রাতে বাসায় ফিরত। আজ রাত ৯টার দিকে ছেলের সঙ্গে আমার সর্বশেষ কথা হয়। তখন সে হেমায়েতপুরে বাসে ছিল।’ 

সাভার থানার পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম বলেন, ‘আমার ধারণা বাস থেকে নামার পরপরই হিমেল ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁকে পদচারী সেতুর ওপরে নিয়ে যায়। এরপর তাঁকে ছুরিকাঘাত করে।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি