হোম > অপরাধ > ঢাকা

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পথচারী নিহত 

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক পথচারী মারা গেছেন। আজ শুক্রবার রাত ১০টার দিকে সাভার বাসস্ট্যান্ডের অদূরে ল্যাব জোন হাসপাতালের সামনে পদচারী সেতুর ওপরে এ ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম আবু সাঈদ হিমেল (১৮)। 

তিনি সাভার পৌর এলাকার বিনোদ বাইদ মহল্লার কামাল হোসেনের ছেলে। হিমেল রাজধানীর নীলক্ষেতে একটি কম্পিউটারের দোকানে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতেন। 

সাভার থানার পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম ছুরিকাঘাতে হিমেলের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাভার ইসলামিয়া ডিজিটাল ল্যাব অ্যান্ড হসপিটালের কেয়ারটেকার সাইদুর রহমান বলেন, আজ শুক্রবার রাত সাড়ে দশটার দিকে চার ব্যক্তি হিমেলকে এনে তাঁদের হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ওপর ফেলে রেখে পালিয়ে যান। পড়ে দেখা যায় তিনি মৃত। বিষয়টি সাভার থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ তাঁদের হেফাজতে নেয়। 

হিমেলের বাবা কামাল হোসেন বলেন, ‘আমার ছেলে প্রতিদিন সকালে সাভারের বাসা থেকে কর্মস্থলে যেতো এবং রাতে বাসায় ফিরত। আজ রাত ৯টার দিকে ছেলের সঙ্গে আমার সর্বশেষ কথা হয়। তখন সে হেমায়েতপুরে বাসে ছিল।’ 

সাভার থানার পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম বলেন, ‘আমার ধারণা বাস থেকে নামার পরপরই হিমেল ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁকে পদচারী সেতুর ওপরে নিয়ে যায়। এরপর তাঁকে ছুরিকাঘাত করে।’

রাজধানীর উত্তরা‌য় সাততলা ভবনে আগুন, নিহত বেড়ে ৫

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন