হোম > অপরাধ > ঢাকা

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পথচারী নিহত 

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক পথচারী মারা গেছেন। আজ শুক্রবার রাত ১০টার দিকে সাভার বাসস্ট্যান্ডের অদূরে ল্যাব জোন হাসপাতালের সামনে পদচারী সেতুর ওপরে এ ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম আবু সাঈদ হিমেল (১৮)। 

তিনি সাভার পৌর এলাকার বিনোদ বাইদ মহল্লার কামাল হোসেনের ছেলে। হিমেল রাজধানীর নীলক্ষেতে একটি কম্পিউটারের দোকানে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতেন। 

সাভার থানার পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম ছুরিকাঘাতে হিমেলের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাভার ইসলামিয়া ডিজিটাল ল্যাব অ্যান্ড হসপিটালের কেয়ারটেকার সাইদুর রহমান বলেন, আজ শুক্রবার রাত সাড়ে দশটার দিকে চার ব্যক্তি হিমেলকে এনে তাঁদের হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ওপর ফেলে রেখে পালিয়ে যান। পড়ে দেখা যায় তিনি মৃত। বিষয়টি সাভার থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ তাঁদের হেফাজতে নেয়। 

হিমেলের বাবা কামাল হোসেন বলেন, ‘আমার ছেলে প্রতিদিন সকালে সাভারের বাসা থেকে কর্মস্থলে যেতো এবং রাতে বাসায় ফিরত। আজ রাত ৯টার দিকে ছেলের সঙ্গে আমার সর্বশেষ কথা হয়। তখন সে হেমায়েতপুরে বাসে ছিল।’ 

সাভার থানার পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম বলেন, ‘আমার ধারণা বাস থেকে নামার পরপরই হিমেল ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁকে পদচারী সেতুর ওপরে নিয়ে যায়। এরপর তাঁকে ছুরিকাঘাত করে।’

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা