হোম > অপরাধ > ঢাকা

ক্যালসিয়াম ক্যাপসুলের ভেতরে ইসবগুলের ভুসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনবিহীন নকল আয়ুর্বেদিক ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) লালবাগ জোনের কোতোয়ালি জোনাল টিম গত শনিবার (২৩ অক্টোবর) অভিযান চালিয়ে কারখানার মালিক মোহাম্মদ জহিরকে (৪০) গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। 

আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাইফুর রহমান আজাদ। 

এডিসি আজাদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করে নকল ওষুধ তৈরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে এক দিনের রিমান্ডে আনা হয়। গতকাল সোমবার রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

রিমান্ডে কারখানা মালিক মোহাম্মদ জহিরের বক্তব্যের বরাত দিয়ে এডিসি সাইফুর রহমান বলেন, জহির গোয়েন্দা পুলিশকে জানান, তাঁর কারখানায় সাত থেকে আটটি কোম্পানির নকল ওষুধ তৈরি করা হতো। ইউনানি ওষুধ বাজারজাত করা বিভিন্ন কোম্পানির মাল্টিভিটামিন ও মাল্টি মিনারেল ক্যাপসুল তৈরি করা হতো। প্রতিটি কোম্পানির আলাদা নামের মোড়কের বোতলের ভেতরে একই ক্যাপসুল দিয়ে বাজারে ছাড়া হতো। 

সাইফুর রহমান আজাদ আরও বলেন, রিমান্ডে সাত থেকে আটটি প্রতিষ্ঠানের নাম বলেছেন জহির। এসব প্রতিষ্ঠান ইউনানি ওষুধ তৈরি করে বাজারজাত করে। তাদের যে ওষুধ বাজারে বেশি চলে সেগুলোকেই জহিরের কারখানা থেকে নকল করে বাজারে ছাড়া হতো। 

তিনি আরও বলেন, এসব ক্যাপসুলের ভেতরে কার্যকরী কোনো উপাদান থাকত না। তারা ইসবগুলের ভুসি ব্যবহার করেছে। এরই মধ্যে ল্যাবে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। জহিরের কাছ থেকে আমরা নতুন কয়েকটি প্রতিষ্ঠানের নাম পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। 

গোয়েন্দা পুলিশের অভিযানে আড়াই হাজার নকল ক্যাপসুল, বিপুল পরিমাণ কৌটা, বিভিন্ন কোম্পানির মোড়ক ও নকল ক্যাপসুল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু