হোম > অপরাধ > ঢাকা

ক্যালসিয়াম ক্যাপসুলের ভেতরে ইসবগুলের ভুসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনবিহীন নকল আয়ুর্বেদিক ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) লালবাগ জোনের কোতোয়ালি জোনাল টিম গত শনিবার (২৩ অক্টোবর) অভিযান চালিয়ে কারখানার মালিক মোহাম্মদ জহিরকে (৪০) গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। 

আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাইফুর রহমান আজাদ। 

এডিসি আজাদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করে নকল ওষুধ তৈরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে এক দিনের রিমান্ডে আনা হয়। গতকাল সোমবার রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

রিমান্ডে কারখানা মালিক মোহাম্মদ জহিরের বক্তব্যের বরাত দিয়ে এডিসি সাইফুর রহমান বলেন, জহির গোয়েন্দা পুলিশকে জানান, তাঁর কারখানায় সাত থেকে আটটি কোম্পানির নকল ওষুধ তৈরি করা হতো। ইউনানি ওষুধ বাজারজাত করা বিভিন্ন কোম্পানির মাল্টিভিটামিন ও মাল্টি মিনারেল ক্যাপসুল তৈরি করা হতো। প্রতিটি কোম্পানির আলাদা নামের মোড়কের বোতলের ভেতরে একই ক্যাপসুল দিয়ে বাজারে ছাড়া হতো। 

সাইফুর রহমান আজাদ আরও বলেন, রিমান্ডে সাত থেকে আটটি প্রতিষ্ঠানের নাম বলেছেন জহির। এসব প্রতিষ্ঠান ইউনানি ওষুধ তৈরি করে বাজারজাত করে। তাদের যে ওষুধ বাজারে বেশি চলে সেগুলোকেই জহিরের কারখানা থেকে নকল করে বাজারে ছাড়া হতো। 

তিনি আরও বলেন, এসব ক্যাপসুলের ভেতরে কার্যকরী কোনো উপাদান থাকত না। তারা ইসবগুলের ভুসি ব্যবহার করেছে। এরই মধ্যে ল্যাবে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। জহিরের কাছ থেকে আমরা নতুন কয়েকটি প্রতিষ্ঠানের নাম পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। 

গোয়েন্দা পুলিশের অভিযানে আড়াই হাজার নকল ক্যাপসুল, বিপুল পরিমাণ কৌটা, বিভিন্ন কোম্পানির মোড়ক ও নকল ক্যাপসুল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি