হোম > অপরাধ > ঢাকা

অবৈধ মানি এক্সচেঞ্জের সঙ্গে বাশারের হুন্ডি ব্যবসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিলে ওয়েলকাম মানি এক্সচেঞ্জ নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আবুল বাশার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

পুলিশ বলছে, অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন বাশার। অবৈধ মানি এক্সচেঞ্জের সঙ্গে তিনি হুন্ডি ব্যবসাও করতেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্য ও সহযোগিতায় বাশারকে গ্রেপ্তার করে সিআইডি। গ্রেপ্তারের সময় তাঁর কাছে থেকে ৯৬ লাখ ৬৬ হাজার ৫৬০ টাকা উদ্ধার করা হয়। এর বাইরেও বেশ কিছু বিদেশি মুদ্রা জব্দ করে। 

এনএসআই ও সিআইডি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

জানা যায়, গ্রেপ্তার আবুল বাশারের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়। বর্তমানে মতিঝিলে থাকতেন। গ্রেপ্তারের সময় নিজেকে এই মানি এক্সচেঞ্জের মালিক ও জমির দালাল হিসেবে পরিচয় দেন। 

বর্তমানে বাংলাদেশে ২৩৫টি লাইসেন্সধারী বৈধ মানি এক্সচেঞ্জ রয়েছে। তবে সিআইডির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১ হাজারের বেশি অবৈধ মানি এক্সচেঞ্জ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ছাড়া অনেকে নাম-ঠিকানাবিহীন ভাসমান অবস্থায় হাতে-হাতে, কাঁধে ব্যাগ বহন করে মতিঝিল, গুলশান, উত্তরা এবং বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় অবৈধ ব্যবসা করে আসছে। অবৈধ এই মানি এক্সচেঞ্জের প্রতিটিতে দৈনিক গড়ে ৭০ থেকে ৭৫ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় হয়।

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ