হোম > অপরাধ > ঢাকা

অবৈধ মানি এক্সচেঞ্জের সঙ্গে বাশারের হুন্ডি ব্যবসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মতিঝিলে ওয়েলকাম মানি এক্সচেঞ্জ নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আবুল বাশার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

পুলিশ বলছে, অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন বাশার। অবৈধ মানি এক্সচেঞ্জের সঙ্গে তিনি হুন্ডি ব্যবসাও করতেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্য ও সহযোগিতায় বাশারকে গ্রেপ্তার করে সিআইডি। গ্রেপ্তারের সময় তাঁর কাছে থেকে ৯৬ লাখ ৬৬ হাজার ৫৬০ টাকা উদ্ধার করা হয়। এর বাইরেও বেশ কিছু বিদেশি মুদ্রা জব্দ করে। 

এনএসআই ও সিআইডি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

জানা যায়, গ্রেপ্তার আবুল বাশারের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়। বর্তমানে মতিঝিলে থাকতেন। গ্রেপ্তারের সময় নিজেকে এই মানি এক্সচেঞ্জের মালিক ও জমির দালাল হিসেবে পরিচয় দেন। 

বর্তমানে বাংলাদেশে ২৩৫টি লাইসেন্সধারী বৈধ মানি এক্সচেঞ্জ রয়েছে। তবে সিআইডির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১ হাজারের বেশি অবৈধ মানি এক্সচেঞ্জ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ছাড়া অনেকে নাম-ঠিকানাবিহীন ভাসমান অবস্থায় হাতে-হাতে, কাঁধে ব্যাগ বহন করে মতিঝিল, গুলশান, উত্তরা এবং বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় অবৈধ ব্যবসা করে আসছে। অবৈধ এই মানি এক্সচেঞ্জের প্রতিটিতে দৈনিক গড়ে ৭০ থেকে ৭৫ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় হয়।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক