হোম > অপরাধ > ঢাকা

বাবাকে খুনের দায়ে ছেলে গ্রেপ্তার

প্রতিনিধি,ধামরাই

আশুলিয়ায় বাবাকে খুনের ঘটনায় সন্তান আফাজ উদ্দিনকে (৪০) ঢাকার ধামরাই থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। আজ বুধবার ভোররাতে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মিসকিন শাহ রহমতুল্লাহ মাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আফাজ উদ্দিন শিমুলিয়ার টেঙ্গুরি এলাকার নিহত নুর মোহাম্মদের ছেলে।

র‍্যাব জানায়, গত মঙ্গলবার আশুলিয়ার শিমুলিয়া এলাকায় ভোররাতে বাবা নুর মোহাম্মদকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে সন্তান আফাজ উদ্দিন। ঘটনার পর সে আত্মগোপন করে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের হলে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। পরে বুধবার ভোর ৪টার দিকে ধামরাইয়ে অভিযান চালিয়ে আফাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি রক্তমাখা বটি, একটি রক্তমাখা বিছানার চাদর ও একটি রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আসামি আফাজ মানুষিক ভারসাম্যহীন ছিল। ২০০৬ সাল থেকে মানুষিক রোগের চিকিৎসা চলছিল। সেদিন ভোরে আফাজ উদ্দিন তার বাবাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়।

র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, গ্রেপ্তার আফাজ উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উক্ত হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক