হোম > অপরাধ > ঢাকা

 ইতালিতে ঝগড়া, সংঘর্ষ অষ্টগ্রামে, নিহত ১

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুই চাচাতো ভাইয়ের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে একতার মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের আরও ১২ জন আহত হন। 

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর–আব্দুল্লাহপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার খাঁ ও সাবেক চেয়ারম্যান মুক্তার খাঁ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। আনোয়ার ও মুক্তার সম্পর্কে চাচাতো ভাই। 

নিহত একতার মিয়া (৫৫) উত্তর আব্দুল্লাহপুর (বাইন্না বাড়ি) গ্রামের সামেদ মিয়ার ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বর্তমান ও সাবেক চেয়ারম্যানের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। এলাকায় তাঁদের গ্রুপিংয়ের জেরে ইতালিতে ‘আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিস’ নামে সামাজিক সংগঠনটি ‘মতিউর–ফখরুল (মুক্তার খাঁ) ’ ও ‘আফরান মাষ্টার–আমির হোসেন (আনোয়ার খাঁ) ’ নামে দু’ভাগ হয়ে পড়ে। 

সম্প্রতি মতিউর–ফখরুল ও আফরান মাষ্টার–আমির হোসেন গ্রুপের মধ্যে ইতালিতে ঝগড়া হয়। সেই ঝগড়ার জের ধরে গত বৃহস্পতিবার বাংলাদেশে
উত্তর আব্দুল্লাপুর গ্রামে মুক্তার খাঁ ও আনোয়ার খাঁ গ্রুপের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষের উপক্রম হলে পুলিশ ও স্থানীয়রা এসে মিটিয়ে দেয়। 

পরদিন শুক্রবার বিকেলে উত্তর আব্দুল্লাপুর গ্রামে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে একতার মিয়া (৫৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। 

এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ৮ জনকে আটক করেছে। অন্যদের আটক করতে অভিযান চলছে। 

অষ্টগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং অপরাধীদের আটকে অভিযান চলছে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন