হোম > অপরাধ > ঢাকা

হাতুড়িপেটায় স্ত্রীকে হত্যা, লাপাত্তা স্বামী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাঈদুলের (৩৬) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এরপর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত সাঈদুল।

সাঈদুল ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। নিহত আঁখি একই ইউনিয়নের পিরোজপুর গ্রামের ইব্রাহিম প্রধানের মেয়ে। 

স্থানীয়রা জানান, সাঈদুল প্রায়ই তাঁর স্ত্রীকে মারধর করতেন। বৃহস্পতিবার রাতে তাঁদের ঘর থেকে ছেলেদের চিৎকার শুনে ঘটনাস্থলে যান স্থানীয়রা। এ সময় হাত-পা বাঁধা, মুখ রক্তাক্ত ও থেঁতলানো অবস্থায় দেখতে পান তাঁরা। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত আঁখির প্রত্যক্ষদর্শী দুই ছেলে অর্নব ও সিয়াম বলেছে, রাতে মায়ের সঙ্গে বাবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবা মাকে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পেটান। মায়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে গেলে বাবা আমাদের ধাক্কা দিয়ে পালিয়ে যান। 

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত স্বামীকে ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির