হোম > অপরাধ > ঢাকা

হাতুড়িপেটায় স্ত্রীকে হত্যা, লাপাত্তা স্বামী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রীকে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাঈদুলের (৩৬) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এরপর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত সাঈদুল।

সাঈদুল ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। নিহত আঁখি একই ইউনিয়নের পিরোজপুর গ্রামের ইব্রাহিম প্রধানের মেয়ে। 

স্থানীয়রা জানান, সাঈদুল প্রায়ই তাঁর স্ত্রীকে মারধর করতেন। বৃহস্পতিবার রাতে তাঁদের ঘর থেকে ছেলেদের চিৎকার শুনে ঘটনাস্থলে যান স্থানীয়রা। এ সময় হাত-পা বাঁধা, মুখ রক্তাক্ত ও থেঁতলানো অবস্থায় দেখতে পান তাঁরা। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত আঁখির প্রত্যক্ষদর্শী দুই ছেলে অর্নব ও সিয়াম বলেছে, রাতে মায়ের সঙ্গে বাবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবা মাকে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পেটান। মায়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে গেলে বাবা আমাদের ধাক্কা দিয়ে পালিয়ে যান। 

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত স্বামীকে ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। 

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক