হোম > অপরাধ > ঢাকা

পাংশায় গলায় ফাঁস নিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় গলায় ওড়না পেঁচিয়ে ফাতেমাতুজ জহুরা ওরফে সূচনা (১৭) নামের এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের জলিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সুচনা জলিলপাড়া গ্রামের মো. শহীদ কাজীর মেয়ে এবং পাংশা পাইল উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

সুচনার বাবা মো. শহীত কাজী জানান, মায়ের সঙ্গে সকালে স্কুলে যাওয়ার সময় পেটের ব্যথা শুরু হলে বাড়ি ফিরে আসে তাঁর মেয়ে। বাড়িতে এসে নিজ কক্ষে প্রবেশ করে ভেতর থেকে ঘরের দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর কোনো সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে তাকালে দেখা যায় গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে সে। এরপর ঘরের দরজা ভেঙে সুচনার ঝুলন্ত মরদেহ পান তাঁরা। তবে কী জন্য সে আত্মহত্যা করেছে তা জানেন না বলে জানিয়েছেন তাঁর বাবা।

পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাগর বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ দেওয়া হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান