হোম > অপরাধ > ঢাকা

পাংশায় গলায় ফাঁস নিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় গলায় ওড়না পেঁচিয়ে ফাতেমাতুজ জহুরা ওরফে সূচনা (১৭) নামের এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের জলিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সুচনা জলিলপাড়া গ্রামের মো. শহীদ কাজীর মেয়ে এবং পাংশা পাইল উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

সুচনার বাবা মো. শহীত কাজী জানান, মায়ের সঙ্গে সকালে স্কুলে যাওয়ার সময় পেটের ব্যথা শুরু হলে বাড়ি ফিরে আসে তাঁর মেয়ে। বাড়িতে এসে নিজ কক্ষে প্রবেশ করে ভেতর থেকে ঘরের দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর কোনো সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে তাকালে দেখা যায় গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে সে। এরপর ঘরের দরজা ভেঙে সুচনার ঝুলন্ত মরদেহ পান তাঁরা। তবে কী জন্য সে আত্মহত্যা করেছে তা জানেন না বলে জানিয়েছেন তাঁর বাবা।

পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাগর বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ দেওয়া হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’