হোম > অপরাধ > ঢাকা

পাংশায় গলায় ফাঁস নিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় গলায় ওড়না পেঁচিয়ে ফাতেমাতুজ জহুরা ওরফে সূচনা (১৭) নামের এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের জলিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সুচনা জলিলপাড়া গ্রামের মো. শহীদ কাজীর মেয়ে এবং পাংশা পাইল উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

সুচনার বাবা মো. শহীত কাজী জানান, মায়ের সঙ্গে সকালে স্কুলে যাওয়ার সময় পেটের ব্যথা শুরু হলে বাড়ি ফিরে আসে তাঁর মেয়ে। বাড়িতে এসে নিজ কক্ষে প্রবেশ করে ভেতর থেকে ঘরের দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর কোনো সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে তাকালে দেখা যায় গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে সে। এরপর ঘরের দরজা ভেঙে সুচনার ঝুলন্ত মরদেহ পান তাঁরা। তবে কী জন্য সে আত্মহত্যা করেছে তা জানেন না বলে জানিয়েছেন তাঁর বাবা।

পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাগর বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ দেওয়া হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী