হোম > অপরাধ > ঢাকা

আইনকানুন মেনেই সব হয়েছে: ডিবি হেফাজতে মৃত্যুর বিষয়ে হারুন

প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক আলাল উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ডিবি হেফাজতে নির্যাতনের অভিযোগ উঠেছে। ডিবি বলছে, সব নিয়ম মেনেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তিনি মারা যান।

রাজধানীর বাউনিয়ায় এক নারী গত ৫ জুন রাতে খুন হন। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন আসামি তাঁর স্বামী আলাল উদ্দিনকে পরদিন জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে ডিবি পুলিশ। ১০ জুন আলালকে ভর্তি করা হয় পঙ্গু হাসপাতালে। সেখান থেকে ১৬ জুন সন্ধ্যায় জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়ার পর তিনি মারা যান।

স্বজনদের অভিযোগ, ডিবি হেফাজতে নির্যাতনের কারণে আলাল মারাত্মক আহত হন এবং পরে মারা গেছেন।

আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, ‘আমি ওই সময় ছিলাম না। যতটুকু জেনেছি, আইনকানুন মেনেই, আদালতের অনুমোদন নিয়েই, তিনি যেহেতু অসুস্থ তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছিল। আদালতই বলে থাকে অসুস্থকে চিকিৎসা দিতে। তেমনি আদালতের অনুমোদন নিয়েই তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছিল।’

ডিবি প্রধান বলেন, পঙ্গু হাসপাতালে তিনি ছয় দিন বা সাত দিন চিকিৎসাধীন ছিলেন। সেখানে তিনি বুকের ব্যথা অনুভব করেন। পরে তাঁকে হৃদ্‌রোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তিনি মারা যান। তাঁর ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

আলালকে কবে আদালতে তোলা হয়েছিল এবং কবে গ্রেপ্তার দেখানো হয়েছিল—এ বিষয়ে জানতে চাইলে হারুন বলেন, সে তথ্য আইও কাছে আছে। আপনারা নিয়ে নেবেন।

হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন রুমী, ধারণা স্বজনদের

সিরাজদিখানে সরকারি খালের অবৈধ স্থাপনা অপসারণ

রাজধানীতে হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাদিকে গুলি: ‎২৪ ঘণ্টায় বিদেশি অস্ত্রসহ ৩৩ জন গ্রেপ্তার

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি