হোম > অপরাধ > ঢাকা

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার 

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে ওরসে যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী (১৪)। এ ঘটনায় আজ বুধবার সকালে অভিযুক্ত মেহেদী হাসানকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। 

এর আগে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর মা বাদী হয়ে বুধবার সকালে চারজনকে আসামি করে মনোহরদী থানায় ধর্ষণের মামলা করেছেন। 

পুলিশ ও ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানায়, মেহেদী হাসান ওই ছাত্রীকে মাদ্রাসায় যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ওই ছাত্রী বাড়িতে মাকে জানায়। পরে তার মা মেহেদী হাসানের বাড়িতে গিয়ে তার মা-বাবাকে বিষয়টি জানান এবং উত্ত্যক্ত না করতে ছেলেকে নিষেধ করতে বলেন। এ ঘটনায় মেহেদী ক্ষিপ্ত হয়ে ওঠেন। 

গত সোমবার রাতে ওই ছাত্রী পরিবারসহ বাড়ির কাছের মাজারে বার্ষিক ওরস মাহফিলে যায়। মধ্যরাতে শৌচাগারে যাওয়ার জন্য ওরস থেকে বাড়িতে যায়। পুনরায় ওরসে যাওয়ার পথে মেহেদী হাসানসহ অজ্ঞাত আরও তিনজন তাঁর মুখ চেপে বিলের মধ্যে নিয়ে যান। সেখানে চারজন তাকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে রাতে সে বাড়িতে গিয়ে তার পরিবারকে জানায়। মামলায় মেহেদী হাসানসহ অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা হয়। 

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, এ ঘটনায় অভিযুক্ত তরুণ মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা পেলে গ্রেপ্তার দেখানো হবে। 

শহীদ জিয়ার কবরের পূর্বপাশেই খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন