হোম > অপরাধ > ঢাকা

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার 

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে ওরসে যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী (১৪)। এ ঘটনায় আজ বুধবার সকালে অভিযুক্ত মেহেদী হাসানকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। 

এর আগে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর মা বাদী হয়ে বুধবার সকালে চারজনকে আসামি করে মনোহরদী থানায় ধর্ষণের মামলা করেছেন। 

পুলিশ ও ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানায়, মেহেদী হাসান ওই ছাত্রীকে মাদ্রাসায় যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ওই ছাত্রী বাড়িতে মাকে জানায়। পরে তার মা মেহেদী হাসানের বাড়িতে গিয়ে তার মা-বাবাকে বিষয়টি জানান এবং উত্ত্যক্ত না করতে ছেলেকে নিষেধ করতে বলেন। এ ঘটনায় মেহেদী ক্ষিপ্ত হয়ে ওঠেন। 

গত সোমবার রাতে ওই ছাত্রী পরিবারসহ বাড়ির কাছের মাজারে বার্ষিক ওরস মাহফিলে যায়। মধ্যরাতে শৌচাগারে যাওয়ার জন্য ওরস থেকে বাড়িতে যায়। পুনরায় ওরসে যাওয়ার পথে মেহেদী হাসানসহ অজ্ঞাত আরও তিনজন তাঁর মুখ চেপে বিলের মধ্যে নিয়ে যান। সেখানে চারজন তাকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে রাতে সে বাড়িতে গিয়ে তার পরিবারকে জানায়। মামলায় মেহেদী হাসানসহ অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা হয়। 

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, এ ঘটনায় অভিযুক্ত তরুণ মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা পেলে গ্রেপ্তার দেখানো হবে। 

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার