হোম > অপরাধ > ঢাকা

শাহজালালে ৮০ হাজার সৌদি রিয়ালসহ সিঙ্গাপুরগামী যাত্রী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ হাজার সৌদি রিয়ালসহ মো. আসাদুজ্জামান নুর নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিমানবন্দরের বোর্ডিং পাস এলাকা থেকে আজ শনিবার সকালে ওই যাত্রীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ।

গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ৫০০ সৌদি রিয়াল মানের ১৬০টি নোট জব্দ করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ লাখ টাকা।

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দরে ৮০ হাজার সৌদি রিয়ালসহ আসাদুজ্জামান নামের একজন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাকা থেকে বিজি-০৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশে ভোর সাড়ে ৫টায় বিমানবন্দরে প্রবেশ করেন।’

তিনি বলেন, ‘বোর্ডিং পাস সংগ্রহের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাউন্টারে যাওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এপিবিএনের সহযোগিতায় আটক করা হয়। পরে তাঁকে বৈদেশিক মুদ্রার প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করলে আসাদুজামান অস্বীকার করেন। একপর্যায়ে তাঁর ব্যাগেজ তল্লাশি করে এসব সৌদি রিয়াল জব্দ করা হয়। এসব সৌদি রিয়ালের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।’

শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় শুল্ক আইনে ফৌজদারি মামলা করা হয়েছে।

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮