হোম > অপরাধ > ঢাকা

শাহজালালে ৮০ হাজার সৌদি রিয়ালসহ সিঙ্গাপুরগামী যাত্রী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ হাজার সৌদি রিয়ালসহ মো. আসাদুজ্জামান নুর নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিমানবন্দরের বোর্ডিং পাস এলাকা থেকে আজ শনিবার সকালে ওই যাত্রীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ।

গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ৫০০ সৌদি রিয়াল মানের ১৬০টি নোট জব্দ করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ লাখ টাকা।

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দরে ৮০ হাজার সৌদি রিয়ালসহ আসাদুজ্জামান নামের একজন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাকা থেকে বিজি-০৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশে ভোর সাড়ে ৫টায় বিমানবন্দরে প্রবেশ করেন।’

তিনি বলেন, ‘বোর্ডিং পাস সংগ্রহের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাউন্টারে যাওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এপিবিএনের সহযোগিতায় আটক করা হয়। পরে তাঁকে বৈদেশিক মুদ্রার প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করলে আসাদুজামান অস্বীকার করেন। একপর্যায়ে তাঁর ব্যাগেজ তল্লাশি করে এসব সৌদি রিয়াল জব্দ করা হয়। এসব সৌদি রিয়ালের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।’

শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় শুল্ক আইনে ফৌজদারি মামলা করা হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ