হোম > অপরাধ > ঢাকা

সাতটি গাড়ি ভাঙচুর, মাদকাসক্তকে গণধোলাই দিল স্থানীয়রা

মাদকের টাকা না পেয়ে রাস্তায় বেরিয়ে তিনটি সিএনজিচালিত অটোরিকশা এবং চারটি মোটরসাইকেল ভাঙচুর করলেন এক মাদকাসক্ত যুবক। পরে স্থানীয়রা তাঁকে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুরে বরমী গফরগাঁও আঞ্চলিক সড়কে। 

স্থানীয়রা তাঁকে ধরে মারধর করে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়। পুলিশ এসে যুবকের শরীরে আঘাতের চিহ্ন থাকায় তাঁকে চিকিৎসা দিয়ে সুস্থ হওয়ার পর থানায় হস্তান্তর করতে বলে চলে গেছে। 

অভিযুক্ত যুবক মো. আজিজুল ইসলাম বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকার মো. হানিফ মিয়ার ছেলে। তিনি নিয়মিত মাদক সেবন করে এলাকায় মাতলামি করে বেড়ান বলে স্থানীয়রা জানিয়েছেন। 

বরকুল গ্রামের আশরাফ হোসেন মোল্লাহ্ বলেন, ‘বরমী থেকে বাড়ি ফেরার পথে পাইটালবাড়ি এলাকায় পৌঁছামাত্র লাঠি দিয়ে আমার মোটরসাইকেলে আঘাত করে। এর আগে বেশ কয়েকটি সিএনজি ও মোটরসাইকেল ভেঙে ফেলে। প্রতিবাদ করায় অনেককেই মারধর করেছে।’ 

স্থানীয় মুদি দোকানি আইনাল হক বলেন, ‘সে নেশা করে সারা রাত মাতলামি করে বেড়ায়। তার অত্যাচারে আমরা আজ অতিষ্ঠ। পুলিশ এসেও আজ তাকে নেয়নি। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে চিকিৎসা শেষে পুলিশে দেওয়ার বিষয়ে কোনো আপত্তি নেই তার পরিবারের সদস্যদের।’ 

অভিযুক্ত যুবকের বাবা বলেন, ‘আমার ছেলে মাদকের টাকার জন্য প্রায় প্রতিদিন কোনো না কোনো অঘটন ঘটায়। আমরা তার সঙ্গে পেরে উঠতে পারছি না। ছেলেকে আমরা নিজেরাই আইনের হাতে তুলে দিব। আজও নেশার টাকার জন্য বাড়িতে ভাঙচুর করেছে।’ 

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘আজিজুল এলাকার চিহ্নিত মাদকসেবী। আজ মাদকের টাকার জন্য এই সড়কে চলাচলকারী বেশ কয়েকটি অটোরিকশা ও মোটরসাইকেল ভেঙে ফেলেছে। আমি এ বিষয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি।’ 

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক এএসআই সাজিদ আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে মারধরের চিহ্ন পাওয়া যায়। তার আঘাত গুরুতর। চিকিৎসা করে থানায় হস্তান্তরের কথা বলা হয়েছে।’

যুবদল নেতা আরিফ হত্যা: সুব্রত বাইনের মেয়ে ৫ দিনের রিমান্ডে

হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন রুমী, ধারণা স্বজনদের

সিরাজদিখানে সরকারি খালের অবৈধ স্থাপনা অপসারণ

রাজধানীতে হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাদিকে গুলি: ‎২৪ ঘণ্টায় বিদেশি অস্ত্রসহ ৩৩ জন গ্রেপ্তার

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে