হোম > অপরাধ > ঢাকা

বাসে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই ঢাবি ছাত্রের ওপর হামলা

ঢাবি প্রতিনিধি

বিআরটিসি বাসে নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার বিকেলে বাবুবাজারে এ ঘটনা ঘটে। হামলার শিকার শিক্ষার্থীরা হলেন—ইংরেজি বিভাগের ২০১৭-১৮ সেশনের বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী রিয়াজ এবং একই সেশনের সংস্কৃতি বিভাগের ছাত্র জহির উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া থেকে ঢাকা আসার পথে বিআরটিসি বাসে আহমেদ ফয়সাল নামের এক ব্যক্তি সিটে বসা নিয়ে এক বৃদ্ধের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে বৃদ্ধের গায়ে হাত তোলেন এবং তাঁর সঙ্গে থাকা স্ত্রী ও মেয়ের গায়ে হাত তোলেন ফয়সাল। ওই সময় এর প্রতিবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। পরে বাবুবাজার ব্রিজে বাস থামিয়ে ফয়সাল ও তাঁর সহযোগীরা দুই শিক্ষার্থীর ওপর হামলা চালায়।

রিয়াজ বলেন, ‘বাসের সিটে বসাকে কেন্দ্র করে কয়েকজন যাত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আহমেদ ফয়সাল (আক্রমণকারী) এক বৃদ্ধের গায়ে হাত তোলেন। একসময় বৃদ্ধ বাস থেকে নেমে গেলে ফয়সাল বাসে থাকা বৃদ্ধ ব্যক্তির স্ত্রী এবং মেয়েকে উত্ত্যক্ত করতে থাকেন। এমনকি তাঁদের গায়ে হাত দেয়। আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করি। বাসটি বাবুবাজারে এসে থামলে হঠাৎ করে দশ-বারোজন ছেলে গাড়িতে ওঠে এবং ফয়সালসহ আমাদের মারধর শুরু করে।’

এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আক্রমণকারী আহমদ ফয়সাল ও তাঁর অনুসারীরা রিয়াজ এবং জহিরকে মারধরের সময় অকথ্য ভাষায় গালাগাল করছেন। 

এ ঘটনায় বংশাল কোতোয়ালি থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন রিয়াজ। তিনি বলেন, ‘ওই ঘটনার মূল হোতা আহমেদ ফয়সাল ও তাঁর বাবা কামরুজ্জামান।’

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার