হোম > অপরাধ > ঢাকা

মুন্সিগঞ্জে এক রাতে মাছ, সবজিসহ ২০ গাড়িতে ডাকাতি

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান-নিমতলা সড়কের রশুনিয়া টানা ব্রিজ নামক এলাকায় এক রাতে অন্তত ২০টি গাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ৮-১০ জনের একটি দল মুখোশ পরে দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা ও মোবাইল সেট নিয়ে যায় এবং অনেককে মারধর করে ডাকাতেরা। 

আজ সোমবার ভোর ৫টার দিকে সিরাজদিখান-নিমতলা সড়কের রশুনিয়া টানা ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। ডাকাতের কবলে পড়া বেশির ভাগ গাড়িতেই ছিল মাছ ও সবজি ব্যবসায়ীরা। এতে সিরাজদিখান বাজারের চারজন মাছ ব্যবসায়ী ও চারজন সবজি ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ লাখ টাকা ও ৭টি মোবাইল সেট নিয়ে যায় ডাকাতেরা। এ সময় কয়েকজনকে মারধর করে তারা। এ ছাড়া বিভিন্ন গাড়ি থেকে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে যায়। 

ক্ষতিগ্রস্ত সবজি ও মাছ ব্যবসায়ীরা জানান, প্রতিদিন জেলার টঙ্গিবাড়ী ও সিরাজদিখান উপজেলার কাঁচামাল ও মাছ ব্যবসায়ীরা এই পথে চলাচল করেন। ডাকাত দলের সদস্যদের সবার মুখে ছিল মুখোশ, হাতে ছিল দা ও লোহার রড। 

ডাকাতের কবলে পড়া ক্ষতিগ্রস্ত সিরাজদিখান বাজারের সবজি ব্যবসায়ী শেখ মাহবুব বলেন, ‘প্রতিদিন টঙ্গিবাড়ী আর সিরাজদিখানের মাছ ও সবজি ব্যবসায়ীরা ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ী ও শ্যামবাজার থেকে পাইকারি সবজি, মাছ কিনে জেলার বিভিন্ন বাজারে বিক্রি করেন। আজ ভোরে ঢাকা থেকে মাছ-সবজি কিনে ফেরার পথে রশুনিয়া এলাকায় দা ও লোহার রড নিয়ে আমাদের গতিরোধ করে ডাকাতেরা। এ সময় আমাদের গাড়িটিও আটকায় এবং আমার থেকে ২০ হাজার টাকা, দুটি মোবাইল ও আমার গাড়িচালকের কাছ থেকে একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এ ছাড়া আরও ২০-২৫টি গাড়িতে ডাকাতেরা ডাকাতি এবং অনেককে মারধর করে।’ 

সিরাজদিখান বাজারের সবজি ব্যবসায়ী মো. সোহেল বলেন, ‘আমার কাছ থেকে ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।’ 

সিরাজদিখান বাজারের মাছ ব্যবসায়ী মাখন বলেন, ‘আমার কাছ থেকে ডাকাতেরা ৮ হাজার টাকা নিয়ে গেছে। আমাদের বাজারের মাছ ব্যবসায়ী চন্দন রাজবংশীর কাছ থেকে ২৭ হাজার টাকা নিয়ে যায় এবং তাঁকে দা (চাকু) দিয়ে কোপ দিয়ে আহত করে। এ ছাড়া মাছ ব্যবসায়ী পলাশ দাসের কাছ থেকে ১২ হাজার, মাছ ব্যবসায়ী গোপালের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে যায়। আরও অনেক গাড়ি থেকে  টাকা, মোবাইল ও স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়।’ 

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, ‘কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।’ 

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে