মুন্সিগঞ্জের সিরাজদিখান-নিমতলা সড়কের রশুনিয়া টানা ব্রিজ নামক এলাকায় এক রাতে অন্তত ২০টি গাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ৮-১০ জনের একটি দল মুখোশ পরে দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা ও মোবাইল সেট নিয়ে যায় এবং অনেককে মারধর করে ডাকাতেরা।
আজ সোমবার ভোর ৫টার দিকে সিরাজদিখান-নিমতলা সড়কের রশুনিয়া টানা ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। ডাকাতের কবলে পড়া বেশির ভাগ গাড়িতেই ছিল মাছ ও সবজি ব্যবসায়ীরা। এতে সিরাজদিখান বাজারের চারজন মাছ ব্যবসায়ী ও চারজন সবজি ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ লাখ টাকা ও ৭টি মোবাইল সেট নিয়ে যায় ডাকাতেরা। এ সময় কয়েকজনকে মারধর করে তারা। এ ছাড়া বিভিন্ন গাড়ি থেকে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত সবজি ও মাছ ব্যবসায়ীরা জানান, প্রতিদিন জেলার টঙ্গিবাড়ী ও সিরাজদিখান উপজেলার কাঁচামাল ও মাছ ব্যবসায়ীরা এই পথে চলাচল করেন। ডাকাত দলের সদস্যদের সবার মুখে ছিল মুখোশ, হাতে ছিল দা ও লোহার রড।
ডাকাতের কবলে পড়া ক্ষতিগ্রস্ত সিরাজদিখান বাজারের সবজি ব্যবসায়ী শেখ মাহবুব বলেন, ‘প্রতিদিন টঙ্গিবাড়ী আর সিরাজদিখানের মাছ ও সবজি ব্যবসায়ীরা ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ী ও শ্যামবাজার থেকে পাইকারি সবজি, মাছ কিনে জেলার বিভিন্ন বাজারে বিক্রি করেন। আজ ভোরে ঢাকা থেকে মাছ-সবজি কিনে ফেরার পথে রশুনিয়া এলাকায় দা ও লোহার রড নিয়ে আমাদের গতিরোধ করে ডাকাতেরা। এ সময় আমাদের গাড়িটিও আটকায় এবং আমার থেকে ২০ হাজার টাকা, দুটি মোবাইল ও আমার গাড়িচালকের কাছ থেকে একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এ ছাড়া আরও ২০-২৫টি গাড়িতে ডাকাতেরা ডাকাতি এবং অনেককে মারধর করে।’
সিরাজদিখান বাজারের সবজি ব্যবসায়ী মো. সোহেল বলেন, ‘আমার কাছ থেকে ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।’
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, ‘কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।’