রাজধানী গুলশান লেক থেকে অজ্ঞাত (৩৫) এক বছরের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে গুলশান প্লাজার পাশে গুলশান লেক থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সকালের দিকে খবর পেয়ে পুলিশ প্লাজার পাশে গুলশান লেক থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, মৃত যুবকের শরীরে তেমন কোনো আঘাত নেই। তাঁর নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।