হোম > অপরাধ > ঢাকা

স্ত্রী হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকায় আকবর হোসেন (২৬) নামের এক যুবক তাঁর স্ত্রীকে হত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আজ শুক্রবার গাজীপুর জেলা কারাগারে পাঠিয়েছে। হত্যাকাণ্ডটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে। রাতেই আকবর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আকবর হোসেন ভোলা জেলার রামদাসপুর এলাকার আমির হোসেনের ছেলে। নিহত গৃহবধূ হলেন ভোলা জেলার একই এলাকায় মাহাবুবুল আলমের মেয়ে আঁখি আক্তার (২৩)। 

পুলিশ ও নিহতের পরিবার বলছে, আঁখি আক্তার উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার আনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া। তিনি স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। তাঁর স্বামী আনোয়ার হোসেন একজন সবজি বিক্রেতা। কয়েক বছর আগে পারিবারিকভাবে দুজনের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে তাঁদের মধ্যে যৌতুক নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে স্বামী-স্ত্রীর কথা-কাটাকাটির একপর্যায়ে গত রাতে স্বামী শিলপাটা দিয়ে স্ত্রী আঁখি আক্তারকে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে যায়। এ সময় আকবর হোসেন ঘরের দরজা বন্ধ করে রাখেন। এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে স্বামীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। 

এ বিষয়ে কালিয়াকৈর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আকবর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শুক্রবার সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা দিয়ে আসামিকে গাজীপুর জেলাহাজতে পাঠানো হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু