হোম > অপরাধ > ঢাকা

এলএসডিসহ গ্রেপ্তার তিন বিশ্ববিদ্যালয় ছাত্র ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর ধানমন্ডি থেকে বিশেষ ধরনের মাদক লিসারজিক অ্যাসিড ডাই–ইথিলামাইড বা এলএসডিসহ গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রের প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মো. বাকী বিল্লাহ ভার্চুয়াল শুনানির মাধ্যমে এই রিমান্ড মঞ্জুর করেন।

ওই তিন ছাত্রের মধ্যে রয়েছেন–নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী সাদমান সাকিব রূপল ও আসহাব ওয়াদুদ তূর্য এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আদিন আশরাফ।

গত বুধবার (২৬ মে) রাতে এলএসডি বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই তিন ছাত্রকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে ধানমন্ডি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। বৃহস্পতিবার সাত দিনের রিমান্ডের আবেদনসহ প্রত্যেককে আদালতে হাজির করা হয়। আদালত রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমান নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার পর বিষয়টি তদন্তে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হাফিজুরেরর বন্ধুদের খুঁজতে গিয়ে এই তিন ছাত্রর সন্ধান পাওয়া যায়। ধানমন্ডির এক বাড়িতে অভিযান চালিয়ে ২০০টি এলএসডি বট উদ্ধার করা হয়। অনলাইনে এসব বিক্রি করতেন তারা। নেদারল্যান্ডস থেকে এই মাদক আমদানি করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, নতুন ধরনের এই মাদকের উৎস, এর সঙ্গে আরও কারা জড়িত তা জানার জন্য প্রত্যেককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অধীনস্থ মাদক বিষয়ক গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রাগ অ্যাবিউজের তথ্য অনুযায়ী, এলএসডি রাসায়নিক সংশ্লেষণের মাধ্যমে তৈরি একটি পদার্থ যা রাই এবং বিভিন্ন ধরনের শস্যের গায়ে জন্মানো বিশেষ ধরনের ছত্রাক থেকে পাওয়া যায়। এটি স্বচ্ছ, গন্ধহীন একটি পদার্থ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের মতে এটি পাউডার, তরল, ট্যাবলেট বা ক্যাপসুলের আকারে পাওয়া যায়।

এলএসডিকে সাইকেডেলিক মাদক বলা হয়। কারণ এই ধরনের মাদকের প্রভাবে সাধারণত মানুষ আশপাশের বাস্তবতাকে ভিন্নভাবে অনুভব করে এবং কখনো কখনো দৃষ্টিবিভ্রম হয় বা অলীক বস্তু প্রত্যক্ষ করে থাকে।

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন