হোম > অপরাধ > ঢাকা

রাজবাড়ীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা, একজনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশও প্রদান করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নুর আলম (৪৮)। তিনি রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর মাজার পাড়া গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার আলাদীপুর জুট মিল এলাকায় ২০১৮ সালের ১২ মার্চ বেলা সাড়ে ১১টার সময় আলীপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান শওকত হাসানের মেহগনি বাগানের মধ্যে থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ১৯ মার্চ ওই নারীর ভাই অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ সদর উপজেলার আলাদীপুর মাজার পাড়া গ্রামের মো. নুর আলম শেখকে গ্রেপ্তার করে। তিনি আদালতে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ সাইফুল হক বলেন, ‘ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগটি প্রমাণিত হওয়ায় মো. নুর আলম শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেছে। এ রায়ে তারা সন্তুষ্ট।’

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮