হোম > অপরাধ > ঢাকা

মক্তব থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণের চেষ্টা, বখাটে গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে মক্তবে আরবি পড়া শেষ করে আজ বৃহস্পতিবার বাড়ি ফিরছিল সাত বছর বয়সী এক শিশু। এ সময় আমিনুল নামের স্থানীয় বখাটে শিশু শিক্ষার্থীকে চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায় তাঁর বাড়িতে। বাড়িতে নিয়ে আমিনুল শিশুটিকে নির্যাতন করতে চাইলে শিশুটি চিৎকার চেঁচামেচি শুরু করে। চিৎকার শুনে স্থানীয়রা বখাটে আমিনুলের হাত থেকে শিশুটিকে রক্ষা করে। এরপর অভিযুক্ত আমিনুলকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। 

এলাকা সূত্রে জানা যায়, অভিযুক্ত আমিনুল ইসলাম (৪৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের ট্যাংরা পশ্চিম পাড়া গ্রামের শামসুদ্দিনের ছেলে।

এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির নানি বলেন, ভোর ছয়টায় প্রতিদিনের মতো মক্তবে যায় সে। মক্তবের পড়া শেষ করে প্রতিদিনের মতো সে সাতটার দিকে বাড়ির দিকে রওনা দেয়। এ সময় পথে আমিনুল চকলেটের লোভ দেখিয়ে তাকে বাড়িতে নিয়ে যায়। বাড়ি নিয়ে যাওয়ার সময় আমিনুল ১০ টাকার নোট দেয়। এরপর বাড়িতে নিয়ে আমিনুল তার ওপর পাশবিক নির্যাতন শুরু করলে সে চিৎকার শুরু করে। চিৎকার শুনে স্থানীয়রা আমিনুলের হাতে থেকে তাকে রক্ষা করে।

শ্রীপুর থানার উপপরিদর্শক এস আই মো. কামরুল ইসলাম বলেন, জাতীয় সেবা সুরক্ষা নম্বর ৯৯৯ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ যায়। অভিযুক্ত আমিনুলকে গ্রেপ্তার করে থানা হাজতে নিয়ে আসা হয়। 

শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে আমিনুলকে স্থানীয়রা আটক করে। ভুক্তভোগীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।  

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার