হোম > অপরাধ > ঢাকা

নিজের নম্বর ডিআইজির নম্বরে ফরোয়ার্ড করে প্রতারণা, ডিবির হাতে ধরা

জবি প্রতিনিধি

আশুলিয়া, গাজীপুর, সাভারসহ বিভিন্ন এলাকায় ডিআইজি পরিচয়ে প্রতারণা ও মাদক কারবারের অভিযোগে দ্বীন ইসলাম ওরফে শাওন ও তাঁর সহযোগী হৃদয় আহমেদকে আটক করেছে ঢাকা জেলা ডিবি পুলিশ। আজ সোমবার বেলা ১টায় ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান (পিপিএম-সেবা) এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।

মোবাশশিরা হাবীব খান বলেন, দ্বীন ইসলাম ওরফে শাওন (২৬) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার খোরশেদ আলমের ছেলে। তিনি একজন মাদকসেবী ও মাদক বিক্রেতা। তাঁর সহযোগী গাজীপুর জেলার কালীগঞ্জ থানার হানিফ সরকারের ছেলে হৃদয় আহমেদ (৩০)। তাঁরা দুজন সাভার, আশুলিয়া, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় মাদক কারবার করে আসছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, শাওন সাভার থানা এলাকায় মাদক কারবার পরিচালনার জন্য এবং অবৈধভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিজেকে ডিআইজি, ঢাকা রেঞ্জ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। নিজের পরিচয়কে প্রতিষ্ঠিত করার জন্য তিনি তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি ডিআইজি, ঢাকা রেঞ্জের সরকারি মোবাইল নম্বরে ফরোয়ার্ড করে রাখেন। কেউ তাঁকে ফোন দিলে সেই ফোনকলটি ডিআইজি, ঢাকা রেঞ্জের সরকারি নম্বরে চলে যেত। এভাবে তিনি সাধারণ ব্যক্তি ও সরকারি বিভিন্ন কর্মকর্তার কাছে নিজেকে ডিআইজি, ঢাকা রেঞ্জ পরিচয় দিয়ে আর্থিক সুবিধা গ্রহণ করে আসছিলেন। 

সংবাদ সম্মেলনে বলা হয়, ১৫ জুন বেলা ১১টা ১০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন থানাস্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীর কাছে নিজেকে ডিআইজি ঢাকা রেঞ্জ পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ করেন শাওন। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএমের (বার) নির্দেশনায় ডিবির একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে শাওন ও তাঁর সহযোগী হৃদয়কে আটক করে। 

পুলিশ জানায়, শাওন ও হৃদয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে। এই প্রতারণার ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, সেই সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল