হোম > অপরাধ > ঢাকা

চরমপন্থী নেতাসহ এক সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একাধিক খুন, ডাকাতি ও নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সর্বহারা দলের চরমপন্থী নেতা শুক্কুর আলী ও তার প্রধান সহকারী দুর্ধর্ষ ডাকাত দিদারকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্ধশত ডাকাতির কথা স্বীকার করেছেন বলে র‍্যাব দাবি করছে। 

আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে র‍্যাব-৩ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাব-৩-এর অধিনায়ক আরিফ মহিউদ্দিন আহমেদ। 

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার হাওয়া শুক্কুর আলী (৫০) প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে চরমপন্থী বলে স্বীকার করেছেন বলে র‍্যাব দাবি করে ৷ সংবাদ সম্মেলনে আরিফ মহিউদ্দিন বলেন, ‘কিশোরগঞ্জ এলাকায় শুক্কুর আলীর দৌরাত্ম্যে ব্যাপক ত্রাসের সৃষ্টি হয়। এভাবে তিনি ও তাঁর দলের সদস্যরা একের পর এক ডাকাতি কার্যক্রম চালিয়ে এলাকার মানুষের বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার লুট করেন। ডাকাতি থেকে অর্জিত অর্থ দিয়ে তাঁরা জীবিকা নির্বাহ করতেন।’ 

একই সঙ্গে গ্রেপ্তার হওয়া দিদার (৪০) অন্যতম প্রধান সহকারী হিসেবে কাজ করতেন শুক্কুর আলীর। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ