হোম > অপরাধ > ঢাকা

চালককে বেঁধে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৪ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চালককে বেঁধে রেখে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

এদিকে অটোরিকশাটি যেন কেউ চিনতে না পারে সে জন্য সেটি খুলে ফেলা হয়েছিল। ব্যাটারি, চাকাসহ অটোরিকশাটির অন্যান্য পার্টস খণ্ড খণ্ড ভাবেই উদ্ধার করেছে পুলিশ। 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার চারজন হলেন—গোদাগাড়ীর চৌদুয়ার গ্রামের রুবেল হোসেন ওরফে সুজন (৩২), একই গ্রামের আনোয়ার হোসেন ওরফে সুমন (২৯), কালিদীঘি কৃষ্ণবাটি গ্রামের মো. ইমন (২৪) এবং বসন্তপুর গ্রামের মো. আপেল (৪২)। 

ওসি কামরুল ইসলাম জানান, গত ১৪ মার্চ সন্ধ্যায় এই চার আসামি রনি ইসলাম (২২) নামের এক চালকের অটোরিকশা ভাড়া করেছিলেন। রনির বাড়ি রাজশাহীর দামকুড়া থানার মুরারীপুর গ্রামে। রাজশাহী মহানগরীর আমচত্বর এলাকা থেকে ওই চারজন গোদাগাড়ীর সিঅ্যান্ডবি মোড়ে যাওয়ার কথা বলে অটোরিকশায় ওঠেন। রাত ৮টার দিকে অটোরিকশাটি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক হয়ে গোদাগাড়ীর জামাদানী এলাকায় এসে পৌঁছালে আসামিরা অটোরিকশা চালকের মুখ চেপে জোর করে গাড়ি থেকে নামান। সেখানে হাত ও পা বেঁধে তাঁকে ভুট্টার জমিতে ফেলে দেয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল, মানিব্যাগ ও অটোরিকশা নিয়ে চলে যায়। এ নিয়ে পরদিন রনি অজ্ঞাত চারজনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা করেন। 

এই মামলার প্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার রাতে রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় উদ্ধার করা হয় মোবাইল ফোন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দরিয়াপুর হাতাপাড়া গ্রামের কামাল হোসেনের বাড়ি থেকে অটোরিকশাটি খোলা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি কামরুল ইসলাম।

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার