হোম > অপরাধ > ঢাকা

হাইকোর্টে নামঞ্জুর, সিএমএম আদালতে জামিন পেলেন চিকিৎসক মিলি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ নবজাতকের মৃত্যুর ঘটনায় করা মামলায় চিকিৎসক মাকসুদা ফরিদা আক্তার মিলিকে জামিন দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাঁকে জামিন দেন।

আজ সকালে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন মিলি। একই সঙ্গে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহফুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ জুলাই মিলি হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেন। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ আগাম জামিন মঞ্জুর না করে মিলিকে সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ওই নির্দেশনা অনুযায়ী মিলি আত্মসমর্পণ করেন এবং জামিন চান।

এর আগে গতকাল মঙ্গলবার চিকিৎসক শাহজাদী ও চিকিৎসক মুনাকে জামিন দেন সিএমএম আদালত। এ দুই চিকিৎসক মুক্তি পেয়েছেন বলে জানা গেছে। তবে গ্রেপ্তার হওয়ার পর এক মাসের বেশি সময় ধরে কারাগারে থাকতে হয়েছে ওই দুই চিকিৎসককে। 

গত ১৪ জুন সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখি নামের এক প্রসূতি মৃত্যুঝুঁকিতে পড়েন বলে অভিযোগ করেন তাঁর স্বামী ইয়াকুব আলী। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা যায় তাঁদের নবজাতক সন্তান। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন দুপুরে মারা যান আঁখি। 

এ ঘটনায় ১৪ জুন ধানমন্ডি থানায় মোট ছয়জনের নাম উল্লেখসহ পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগ এনে মামলা করেন ইয়াকুব আলী। এরপরই চিকিৎসক শাহজাদী ও চিকিৎসক মুনাকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানার পুলিশ। মামলার অন্য আসামিরা হলেন চিকিৎসক মিলি, সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজার পারভেজ, জমির ও এহসান।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১