হোম > অপরাধ > ঢাকা

‘ফাঁকা বাসা টার্গেট করে’ সুযোগ বুঝে চুরি করতেন তাঁরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুযোগ বুঝে ফাঁকা বাসার গ্রিল কেটে ও তালা ভেঙে ল্যাপটপ, মোবাইল ফোন, নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি করত এই চক্র। দুই বছর ধরে চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় শতাধিক চুরি করেছে। সম্প্রতি রাজধানীর লালবাগের একটি ভবনের ফাঁকা তিনটি ফ্ল্যাটে চুরির ঘটনার তদন্তে নেমে এসব তথ্য পেয়েছে পুলিশ।

গতকাল শনিবার রাজধানীর লালবাগ থেকে চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সঞ্জীব (২৪), মো. হেলাল উদ্দিন (২৪), মো. রনি (৩০), মো. রিপন (৩২), মো. তরিকুল ইসলাম (৩০), মো. শামীম (২৩) ও মো. আরিফুল ইসলাম ওরফে সুমন (৩৩)।

আজ রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. জাফর হোসেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিসি মো. জাফর হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা প্রথমে একটি বাসা রেকি করেন। বাসা ফাঁকা থাকলে সেই বাসায় টার্গেট করে চুরি করতেন। মূলত যে বাসাগুলোতে নিরাপত্তাকর্মী থাকেন না, সেগুলোই টার্গেট করতেন তাঁরা। চোরাই ল্যাপটপ, মোবাইল ফোন ও স্বর্ণালংকার বিক্রি করা হতো রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সসহ বিভিন্ন মার্কেটে। 

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, লালবাগের ওই ভবনের ফাঁকা তিনটি ফ্ল্যাটে চুরির ঘটনার পর ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে থাকা সিসি ক্যামেরার ফুটেজে চোর চক্রের চারজনকে শনাক্ত করা হয়। এরপর চুরি যাওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের একটি দোকানে চোরাই ল্যাপটপ কেনাবেচার কথা জানা যায়। সেখানে অভিযান চালিয়ে চুরি যাওয়া দুটি ল্যাপটপসহ চোরাই ৪৮টি ল্যাপটপ জব্দ করা হয়। দোকানদার সুমন গ্রেপ্তার রনির কাছ থেকে কম দামে চোরাই ল্যাপটপ কেনেন।

ডিসি জাফর হোসেন আরও বলেন, গ্রেপ্তারকৃতরা শনির আখড়ায় একটি কারখানায় কাজ করতেন। সেখান থেকেই এভাবে চুরি করার জন্য একসঙ্গে ঐক্যবদ্ধ হন। রাজধানীর কদমতলী, সূত্রাপুর, কলাবাগান, লালবাগ, ওয়ারীসহ বিভিন্ন থানায় তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন সময়ে তাঁরা গ্রেপ্তারও হয়েছেন।

ল্যাপটপ চুরির পর কারও ব্যক্তিগত ছবি, ভিডিও কিংবা তথ্য ফাঁস করে দিতেন কি না—এমন প্রশ্নের জবাবে লালবাগ বিভাগের ডিসি বলেন, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের দোকানটি চোরাই ল্যাপটপ কম দামে কিনত। এরপর সেগুলো ফরম্যাট দেওয়ার পর উইন্ডোজ দিয়ে বিক্রি করে দিত। তারা গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস কিংবা ফাঁসের হুমকি দিয়ে টাকা হাতিয়ে নিত না। 

জব্দ ৪৮টি ল্যাপটপের মালিকানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানোর পর ল্যাপটপের মালিকানার তথ্য সংগ্রহ করা হবে। এরপর সঠিক মালিকের হাতে তুলে দেওয়া হবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন