হোম > অপরাধ > ঢাকা

নারী পোশাকশ্রমিকের নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করেন বাড়ির মালিক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে এক নারী (২৮) পোশাকশ্রমিকের নগ্ন ভিডিও ধারণ এবং ছড়ানোর হুমকি দেওয়ার অভিযোগে বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গতকাল শুক্রবার রাতে টঙ্গীর কলাবাগান লাল মসজিদ বস্তি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আব্বাস উদ্দিন (৩৩)। তিনি পেশায় একজন ব্যবসায়ী। আব্বাস উদ্দিন ভোলা জেলার লালমোহন থানার ধলিগৌরনগর গ্রামের মো. ফারুক উদ্দিনের ছেলে। তিনি কলাবাগান লাল মসজিদ এলাকার বস্তিতে বাড়ি বানিয়ে বসবাস করতেন।

এ তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার শাহ।

এসআই উৎপল কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী নারী টঙ্গীর একটি পোশাক কারখানায় কাজ করেন। দীর্ঘ ৬ মাস ধরে স্বামীর সঙ্গে অভিযুক্ত আব্বাস উদ্দিনের ভাড়া বাসায় বসবাস করেন তাঁরা। গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে আব্বাস উদ্দিন ওই নারী পোশাককর্মীর কক্ষে গিয়ে আগের ধারণ করা তাঁর পোশাক পরিবর্তনের নগ্ন ভিডিও দেখিয়ে দুই লাখ টাকা দাবি করেন। পরে দাবি করা টাকা না পেয়ে তিনি ভুক্তভোগীর নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।’

পুলিশ কর্মকর্তা উৎপল কুমার আরও বলেন, ‘একপর্যায়ে গত বুধবার রাত পৌনে ১২টার দিকে আব্বাস উদ্দিন ওই নগ্ন ভিডিও ক্লিপটি ভুক্তভোগীর স্বামীর ইমেইলে পাঠায়। পরে শুক্রবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন। রাতেই কলাবাগান লাল মসজিদ বস্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত আব্বাস উদ্দিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।’ 

ভুক্তভোগী ওই নারী আজকের পত্রিকাকে বলেন, ‘গোপনে আমার পোশাক পরিবর্তন করার ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন আব্বাস। সেই ভিডিও দেখিয়ে দুই লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে ওই ভিডিও আমার স্বামীর ইমেইল আইডিতে পাঠায়। পরে শুক্রবার থানায় মামলা করেছি।’

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শনিবার) আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ