হোম > অপরাধ > ঢাকা

চুরি করে সৌদিতে ইমামতির চাকরি হারান তিনি, দেশে ফিরে গড়েন মোবাইল চুরির চক্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ ৩৩ বছর সৌদি আরবের বিভিন্ন নামী মসজিদে ইমামতি করেছেন আজিজ মোহাম্মদ (৪৫)। পাশাপাশি সেখানে গাড়ি চালাতেন। এরপর গাড়ি চুরির অপরাধে যুক্ত হন। তিন বছর সাজাও হয় তাঁর। সাজা ভোগ করে ২০১৮ সালে বাংলাদেশে এসে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। কিছুদিন পরে মাদ্রাসায় মোবাইল চুরি করে ধরা পড়লে চাকরি চলে যায়। এরপর ঢাকায় মোবাইল চুরির চক্র গড়ে তোলেন। অবশেষে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ারের ফোন চুরি করে পুলিশের জালে আটকে গেলেন আজিজ।

গতকাল বুধবার ঢাকা মহানগর এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের বিশেষ অভিযানে মোবাইল ফোনটি উদ্ধার হয়। এ সময় আজিজ ও মোবাইল চোর চক্রের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—রনি হাওলাদার (৪০) ও মো. জাকির হোসেন (২৫)। 

আজ বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে মোবাইল চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে ১৭টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যমতে কমলাপুর রেল স্টেশন, গুলিস্তান গোলাপ শাহের মাজারসহ বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি উন্নতমানের চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।’ 

ডিবি গুলশান বিভাগের ডিসি বলেন, ‘গত ২৩ মার্চ সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. মাসুদ সারওয়ারের অফিস কক্ষে ঈদুল ফিতরের অগ্রিম টিকিট বিক্রি সংক্রান্ত সংবাদ সম্মেলনের সময় দুটি মোবাইল ফোন, একটি ওয়ালেট এবং নগদ ৪৫ হাজার টাকা চুরি যায়। গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ ঘটনাটির ছায়া তদন্ত করতে থাকে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বুধবার চোরাই মোবাইলসহ আজিজ মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। আজিজ মোহাম্মদ জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছেন।’ 

আজিজ মোহাম্মদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিন বছর ধরে রাজধানীর কমলাপুর রেল স্টেশন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, টিএসসি চত্বর, নগর ভবন, গুলিস্তান, ধানমন্ডি লেক, যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে মোবাইল ফোন চুরি করতেন। চোরাই মোবাইলগুলো বিক্রি করতেন রনি হাওলাদার ও জাকির হোসেন। এ বিষয়ে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থানায় একটি মামলা রয়েছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির