হোম > অপরাধ > ঢাকা

নিখোঁজ অটোরিকশাচালকের লাশ উদ্ধার

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ অটোরিকশাচালক রাকিবের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে বক্সনগর ইউনিয়নের চক বালুরচর এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অটোরিকশাচালক রাকিব উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের যন্ত্রাইল গ্রামের মৃত মালেক ফকিরের ছেলে।

নিহতের মামা ফরহাদ কবির লাশ শনাক্ত করে জানান, রাকিব গত বুধবার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ ছিলেন। ঐ দিনই বিকেলে অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। পরে গত শুক্রবার নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছিল। 

মঙ্গলবার চক বালুরচর এলাকার একটি পুকুরের কচুরিপানা পরিষ্কার করার সময় ভেতর থেকে লাশ বের হতে দেখেন শ্রমিকেরা। তাঁরা পুলিশকে জানালে লাশের সুরতহাল প্রতিবেদন শেষ সন্ধ্যায় থানায় আনা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার বড় বক্সনগর এলাকার এক যুবককে আটক করেছে পুলিশ।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে। 

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি