হোম > অপরাধ > ঢাকা

নিখোঁজ অটোরিকশাচালকের লাশ উদ্ধার

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ অটোরিকশাচালক রাকিবের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে বক্সনগর ইউনিয়নের চক বালুরচর এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অটোরিকশাচালক রাকিব উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের যন্ত্রাইল গ্রামের মৃত মালেক ফকিরের ছেলে।

নিহতের মামা ফরহাদ কবির লাশ শনাক্ত করে জানান, রাকিব গত বুধবার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ ছিলেন। ঐ দিনই বিকেলে অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। পরে গত শুক্রবার নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছিল। 

মঙ্গলবার চক বালুরচর এলাকার একটি পুকুরের কচুরিপানা পরিষ্কার করার সময় ভেতর থেকে লাশ বের হতে দেখেন শ্রমিকেরা। তাঁরা পুলিশকে জানালে লাশের সুরতহাল প্রতিবেদন শেষ সন্ধ্যায় থানায় আনা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার বড় বক্সনগর এলাকার এক যুবককে আটক করেছে পুলিশ।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে। 

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা