রাজধানীর ধানমন্ডির ১৫ নম্বর এলাকায় এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আজকের পত্রিকাকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।
পারভেজ ইসলাম বলেন, ‘ধানমন্ডির ১৫ নম্বর এলাকার ৩/এ নম্বরের একটি ভবনের ছাদে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার ভুক্তভোগী ওই ছাত্রী নিজে থানায় এসে অভিযোগ করেছেন। আমরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি চিকিৎসার জন্য।’
ওসি আরও বলেন, ভুক্তভোগীর দাবি অনুযায়ী, ‘আজই তাঁদের পরিচয়। এরপর মেয়েটিকে অভিযুক্ত ছেলেটি একটি ভবনের ছাদে নিয়ে ধর্ষণ করেন। তথ্য পাওয়ার পরে সিসিটিভি ফুটেজ দেখে মনে হয়েছে তাদের পূর্ব পরিচয় ছিল। তাঁরা সাধারণভাবেই ঢুকেছে। এখন পর্যন্ত জানতে পেরেছি মেয়েটির বাসা মোহাম্মদপুরের দিকে। তিনি বাসা থেকে রাগ করে বের হয়েছেন। তিনি পড়াশোনা করেন। ছেলের বিষয় এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। মেয়েটি হাসপাতাল থেকে আসার পরে বিস্তারিত বলা যাবে।’