রাজধানীর হাতিরঝিলের মধুবাগ অংশের পানি থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা ওই নারীর আনুমানিক বয়স ৫০ বছর।
আজ শুক্রবার দুপুরে হাতিরঝিলের পানি থেকে ওই নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ডিএমপির হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ। তিনি বলেন, আজ দুপুর ১২টার দিকে হাতিরঝিল থেকে ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া খবরে হাতিরঝিল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা চলছে।
জানা গেছে, আজ বেলা ১১টার কিছুপর স্থানীয়রা হাতিরঝিলে মরদেহসদৃশ কিছু একটা ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কেউ হত্যা করে ফেলে দিয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।