হোম > অপরাধ > ঢাকা

হত্যা মামলার আসামিকে গলা কেটে হত্যা

মাদারীপুর ও রাজৈর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলায় শাহীন চোকদার (২৪) নামে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (রাজৈর সার্কেল) মো. আনিসুজ্জামান। 

মৃত শাহীন চোকদার একই এলাকার মোস্তফা চোকদারের ছেলে। তিনি বাজিতপুর গ্রামের সোহেল হাওলাদার হত্যা মামলার ৬ নম্বর আসামি ছিলেন। 

মৃতের বাবা মোস্তফা চোকদার বলেন, ‘আমার ছেলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আমার স্ত্রীও অন্য রুমে ঘুমিয়ে ছিল। রাতে কেউ আমার ছেলেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে ফেলে রেখে গেছে। আমার মনে হয়, সোহেল হত্যার কারণে তাদের লোকজনই আমার ছেলেকে খুন করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। যেভাবে আমার ছেলেকে ওরা হত্যা করেছে, সেভাবে কোনো পশুকেও মানুষ হত্যা করতে পারে না।’ 

মৃতের মা হামিদা খাতুন বলেন, ‘আমার ছেলে মাদারীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা শাখায় অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিল। কিন্তু দেড় বছর আগে সোহেল হাওলাদার হত্যা মামলায় তাকে ৬ নম্বর আসামি করা হয়। কয়েক দিন আগে জামিনে বেরিয়ে বাড়িতে আসে। এই সুযোগে শত্রুরা আমার ছেলেকে হত্যা করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।’ 
 
মৃতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আজ সকাল ১০টার দিকে উপজেলার বাজিতপুরে ইউনিয়ন পরিষদের পাশে গণ-উন্নয়ন প্রকল্পের পরিত্যক্ত একটি বাগানবাড়িতে শাহীন চোকদারের গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে রাজৈর থানার পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলা কাটা এবং শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর পা ও হাতের রগ কাটা ছিল। মরদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘শাহীন চোকদার দেড় বছর আগে বাজিতপুর এলাকার সোহেল হাওলাদার হত্যা মামলার ৬ নম্বর আসামি ছিল বলে জেনেছি। কিছুদিন আগে তিনি জামিন নিয়ে এলাকায় আসেন। গতকাল শনিবার দিবাগত রাতে কে বা কারা তাঁকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে।’ 

হাদিকে গুলি: ‎২৪ ঘণ্টায় বিদেশি অস্ত্রসহ ৩৩ জন গ্রেপ্তার

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪