মাদারীপুরের রাজৈর উপজেলায় শাহীন চোকদার (২৪) নামে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (রাজৈর সার্কেল) মো. আনিসুজ্জামান।
মৃত শাহীন চোকদার একই এলাকার মোস্তফা চোকদারের ছেলে। তিনি বাজিতপুর গ্রামের সোহেল হাওলাদার হত্যা মামলার ৬ নম্বর আসামি ছিলেন।
মৃতের বাবা মোস্তফা চোকদার বলেন, ‘আমার ছেলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আমার স্ত্রীও অন্য রুমে ঘুমিয়ে ছিল। রাতে কেউ আমার ছেলেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে ফেলে রেখে গেছে। আমার মনে হয়, সোহেল হত্যার কারণে তাদের লোকজনই আমার ছেলেকে খুন করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। যেভাবে আমার ছেলেকে ওরা হত্যা করেছে, সেভাবে কোনো পশুকেও মানুষ হত্যা করতে পারে না।’
মৃতের মা হামিদা খাতুন বলেন, ‘আমার ছেলে মাদারীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা শাখায় অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিল। কিন্তু দেড় বছর আগে সোহেল হাওলাদার হত্যা মামলায় তাকে ৬ নম্বর আসামি করা হয়। কয়েক দিন আগে জামিনে বেরিয়ে বাড়িতে আসে। এই সুযোগে শত্রুরা আমার ছেলেকে হত্যা করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।’
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘শাহীন চোকদার দেড় বছর আগে বাজিতপুর এলাকার সোহেল হাওলাদার হত্যা মামলার ৬ নম্বর আসামি ছিল বলে জেনেছি। কিছুদিন আগে তিনি জামিন নিয়ে এলাকায় আসেন। গতকাল শনিবার দিবাগত রাতে কে বা কারা তাঁকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে।’