হোম > অপরাধ > ঢাকা

নারায়ণগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় শাকিল আহমেদ (৩৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে মারা যান তিনি। এর আগে একই দিন কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। 

মৃত শাকিল আহমেদ পাবনার সাইফুল ইসলামের ছেলে। 

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন বলেন, গত ২৪ জানুয়ারি রাতে ডাকাতিকালে স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরদিন ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে পাবনার আটঘরিয়া থানায় একটি হত্যা মামলা চলমান রয়েছে। 

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফতুল্লা থানায় দায়ের করা ডাকাতি মামলায় গত ২৫ জানুয়ারি শাকিল আহমেদকে গ্রেপ্তার করে কারাগারে আনা হয়। ডাকাতি করাকালে ধরা পড়ায় মারধরের শিকার হন তিনি। তাঁকে কারাগারে পাঠানোর সময় চিকিৎসা শেষে ওষুধপত্র দেওয়া হয়েছিল। প্রতিদিনই তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। 

জেল সুপার আরও বলেন, শুক্রবার রাতেও তাঁকে ভিক্টোরিয়া হাসপাতাল থেকে শাকিল আহমেদকে কারাগারে নিয়ে আসা হয়েছে। আজ সকালে পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আনিস আলমগীর এখনো ডিবি কার্যালয়ে

হাদিকে সিঙ্গাপুরে নিতে এয়ার অ্যাম্বুলেন্স এখন ঢাকায়

আনিস আলমগীর ও শাওনসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’