হোম > অপরাধ > ঢাকা

নারায়ণগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় শাকিল আহমেদ (৩৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে মারা যান তিনি। এর আগে একই দিন কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। 

মৃত শাকিল আহমেদ পাবনার সাইফুল ইসলামের ছেলে। 

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন বলেন, গত ২৪ জানুয়ারি রাতে ডাকাতিকালে স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরদিন ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে পাবনার আটঘরিয়া থানায় একটি হত্যা মামলা চলমান রয়েছে। 

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফতুল্লা থানায় দায়ের করা ডাকাতি মামলায় গত ২৫ জানুয়ারি শাকিল আহমেদকে গ্রেপ্তার করে কারাগারে আনা হয়। ডাকাতি করাকালে ধরা পড়ায় মারধরের শিকার হন তিনি। তাঁকে কারাগারে পাঠানোর সময় চিকিৎসা শেষে ওষুধপত্র দেওয়া হয়েছিল। প্রতিদিনই তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। 

জেল সুপার আরও বলেন, শুক্রবার রাতেও তাঁকে ভিক্টোরিয়া হাসপাতাল থেকে শাকিল আহমেদকে কারাগারে নিয়ে আসা হয়েছে। আজ সকালে পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ