হোম > অপরাধ > ঢাকা

তরুণীকে কুপ্রস্তাব: সেই প্রাণিসম্পদ কর্মকর্তাকে বদলি

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় চাকরির প্রলোভন দিয়ে তরুণীর সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ করায় অভিযুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত ১৮ ডিসেম্বর তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে যৌন হয়রানি করার অভিযোগে গত ২২ ডিসেম্বর তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। 

তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন পাওয়ার পর সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদি হাসানকে বদলির আদেশ দেওয়া হয়। 

তরুণীর লিখিত অভিযোগ থেকে জানা গেছে, কয়েক দিন আগে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদি হাসানের কাছে ওই তরুণী টিকা নিয়ে কথা বলতে যান। টিকা দেওয়া হবে বলে ওই তরুণীর মোবাইল নম্বর রেখে দেন মেহেদি হাসান। এরপর থেকে রাতের বেলায় ফোনে উত্ত্যক্ত করতে থাকেন তিনি। প্রতি রাতে নানা কথায় অসামাজিক প্রস্তাব দিতে থাকেন। ওই তরুণী কৌশলে কথোপকথন রেকর্ড করে রাখেন। পরে রেকর্ডসহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। 

অভিযোগের কথা স্বীকার করে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদি হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে দেন, এমন কাজ আর কোনো দিন করব না। ভুলবশত আমি এ কাজ করেছি।’ ২২ মিনিটের অডিও রেকর্ডে তরুণীর সঙ্গে আপত্তিকর কথা বার্তার বিষয়টি স্বীকার করেছেন মেহেদি হাসান। 

বদলির বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তরুণীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রাথমিক সত্যতা পেয়ে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদি হাসানকে বদলির আদেশ দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।’

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক