হোম > অপরাধ > ঢাকা

শ্রীপুরে কলেজছাত্র ফরিদ হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের গুলিতে নিহত ফরিদ হত্যা মামলার আসামি ইমরানকে (২৫) অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার পল্লি বিদ্যুৎ অফিস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ইমরান উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মোশারফ হোসেন মনসুরের ছেলে। 

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্যমতে, গত ২১ মে রাতে আনসার টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ফরিদ নামের এক কলেজছাত্র গুলিতে নিহত হন। সেই মামলার এজাহার নামীয় আসামি ইমরান। তাঁকে ধরতে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পরে তাঁর দেওয়া তথ্য মতে, তাঁর বাসার ওয়ারড্রপ থেকে একটি পিস্তল, দুটি তাজা গুলি, একটি ম্যাগাজিন জব্দ করা হয়। অভিযানের সময় তাঁর কাছ থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএইচ এম লুৎফুল কবির বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা রুজু হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। 

উল্লেখ্য, গত ২১ মে (মঙ্গলবার) রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার আনসার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের গুলির ঘটনায় ফরিদ নামে এক কলেজছাত্র নিহত হন।

হাদিকে গুলি: ‎২৪ ঘণ্টায় বিদেশি অস্ত্রসহ ৩৩ জন গ্রেপ্তার

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪