হোম > অপরাধ > ঢাকা

শ্রীপুরে কলেজছাত্র ফরিদ হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের গুলিতে নিহত ফরিদ হত্যা মামলার আসামি ইমরানকে (২৫) অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার পল্লি বিদ্যুৎ অফিস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ইমরান উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মোশারফ হোসেন মনসুরের ছেলে। 

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্যমতে, গত ২১ মে রাতে আনসার টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ফরিদ নামের এক কলেজছাত্র গুলিতে নিহত হন। সেই মামলার এজাহার নামীয় আসামি ইমরান। তাঁকে ধরতে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পরে তাঁর দেওয়া তথ্য মতে, তাঁর বাসার ওয়ারড্রপ থেকে একটি পিস্তল, দুটি তাজা গুলি, একটি ম্যাগাজিন জব্দ করা হয়। অভিযানের সময় তাঁর কাছ থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএইচ এম লুৎফুল কবির বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা রুজু হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। 

উল্লেখ্য, গত ২১ মে (মঙ্গলবার) রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার আনসার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের গুলির ঘটনায় ফরিদ নামে এক কলেজছাত্র নিহত হন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন