হোম > অপরাধ > ঢাকা

ছুরিকাঘাতে বড় ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ 

কিশোরগঞ্জ প্রতিনিধি

ছোট ভাই আঙ্গুর মিয়ার ছুরিকাঘাতে বড় ভাই চাঁন মিয়ার নিহতের ঘটনার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ মডেল থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রশিদাবাদ ইউনিয়ন পরিষদের পেছন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুজন (২২) ও মো. এনামুল মিয়া (২০)। তাঁরা নিহত চাঁন মিয়ার ভাতিজা ও অভিযুক্ত নিহতের ভাই আঙ্গুর মিয়ার ছেলে।

নিহতের ছেলে রমজান আলী বলেন, ‘বাড়ির সীমানা নিয়ে আমার চাচা আঙ্গুর মিয়ার সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিসও হয়। কিন্তু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আমার চাচা ও চাচাতো ভাইয়েরা কাউকেই মানেন না। তাঁরা দীর্ঘদিন ধরে আমার বাবাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এ জন্য গত দুই মাস আগে আমার বাবা থানায় জিডিও করেছেন।’

নিহতের ছেলে আরও বলেন, ‘ঘটনার সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। এই সুযোগে তাঁরা আমার বাবাকে হত্যা করেছেন। আমি আমার বাবার হত্যার সঙ্গে জড়িতদের বিচার চাই।’

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল বুধবার সন্ধ্যার দিকে বড় ভাই চাঁন মিয়ার সঙ্গে ছোট ভাই আঙ্গুর মিয়ার কথা-কাটাকাটির হয়। একপর্যায়ে আঙ্গুর মিয়া চাঁন মিয়ার বুকে ছুরিকাঘাত করে। এ সময় চাঁন মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় চাঁন মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই ঘাতক আঙ্গুর মিয়া গা ঢাকা দেন।

ওসি আরও বলেন, ঘটনার দিন রাতেই নিহতের মেজ ছেলে রমজান বাদী হয়ে ১০ জনের নামে হত্যার অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে আমরা একটি হত্যা মামলা রুজু করে আসামিদের ধরতে মাঠে নামি। আজ ভোরে দু’জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। পরে আদালত তাঁদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। অপরদিকে, মূল অভিযুক্ত নিহতের ভাইসহ বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব