হোম > অপরাধ > ঢাকা

সাটুরিয়ায় ধর্ষণ মামলায় সৎ ভাই গ্রেপ্তার 

প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সাটুরিয়ায় ধর্ষণ মামলার পর অভিযুক্ত সৎ ভাই মো. সুজনকে (২২) গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা–পুলিশ। শনিবার সকালে কিশোরীর (১৪) মা বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। উপজেলার দিঘলিয়া ইউনিয়নের এ ঘটনা ঘটে।

সাটুরিয়া থানা সূত্রে জানা গেছে, সাটুরিয়া উপজেলার অভিযুক্ত সুজন তাঁর সৎ বোনকে দীর্ঘদিন থেকে ধর্ষণ করে আসছেন। একপর্যায়ে ওই সে ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। 

ধর্ষিতার মা জানান, মেয়ের গর্ভে থাকা ৪ মাসের সন্তানটি নষ্ট করার জন্য বিভিন্ন ওষুধ খাওয়ানো হয়। এরপর থেকে মেয়ের শারীরিক অবস্থার অবনতি ঘটে। মামলা করার পর পুলিশের সহায়তায় মেয়েকে হাসপাতালে ভর্তি করেন। 

এ দিকে হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ ওই কিশোরী ৪ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা করলে সৎ ভাই গ্রেপ্তার করা হয়েছে। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১